LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 2
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 2 || জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২ || Free PDF Download
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি নার্সিং করার জন্য এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাদের ভর্তি হতে হয় । আর এই এন্ট্রান্স এর সিলেবাস আগেই তোমারা জানো । কেউ না জানলে কমেন্টে জানিও আমি দিয়ে দেব ।
তোমরা জানো যে এন্ট্রান্স টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান থেকে মোট ৫০ নম্বর থাকবে তার মধ্যে ৩০ টি ১ নম্বরের ও ১০ টি ২ নম্বরের MCQ থাকবে । আজকে আমি তোমাদের সেই রকমই ৫৫ টি MCQ দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে ।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি নার্সিং করার জন্য এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাদের ভর্তি হতে হয় । আর এই এন্ট্রান্স এর সিলেবাস আগেই তোমারা জানো । কেউ না জানলে কমেন্টে জানিও আমি দিয়ে দেব ।
তোমরা জানো যে এন্ট্রান্স টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান থেকে মোট ৫০ নম্বর থাকবে তার মধ্যে ৩০ টি ১ নম্বরের ও ১০ টি ২ নম্বরের MCQ থাকবে । আজকে আমি তোমাদের সেই রকমই ৫৫ টি MCQ দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে ।
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL PART - 2
56. একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সুষুম্নাকাণ্ডের ওজন
(a) 10 গ্রাম
(b) 35 গ্রাম
(c) 75 গ্রাম
(d) 100 গ্রাম ।
57. অন্ধকারে দেখতে সাহায্য করে –
(a) রড কোশ
(b) কোন কোশ
(c) উভয়
(d) কোনটিই নয় ।
58. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনবিন্দুকে বলে –
(a) পীতবিন্দু
(b) ফোবিয়া
(c) ব্লাইন্ড স্পট
(d) ক্ষয়িষ্ণু বিন্দু
59. চক্ষুবিন্দু জ্ঞানেন্দ্রিয়রূপে কাজ করে এমন একটি প্রাণী হল –
(a) আরশোলা
(b) হাইড্রা
(c) ইউক্লিনা
(d) অ্যামিবা
60. পীতবিন্দু থাকে –
(a) চক্ষুতে
(b) চক্ষুর রেটিনায়
(c) কোরয়েডে
(d) স্ক্লেরাতে
61. মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হল –
(a) মেলিয়াস
(b) ইনকাস
(c) স্টেপিস
(d) সবগুলি ।
62. নীচের কোনটি শব্দগ্রাহকরূপে কাজ করে ?
(a) রড কোশ
(b) কোন কোশ
(c) কটি যন্ত্র
(d) অর্ধবৃত্তাকার নালি ।
63. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোন্টি অন্তঃক্ষরা গ্রন্থি ?
(a) লালাগ্রন্থি
(b) যকৃৎ
(c) অশ্রুগ্রন্থি
(d) থাইরয়েড
64. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোন্টি মিশ্রগ্রন্থি ?
(a) থাইরয়েড
(b) পিটুইটারি
(c) অগ্ন্যাশয়
(d) যকৃৎ ।
65. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোন্টি থেকে ইনসুলিন নিঃসৃত –
(a) থাইরয়েড
(b) পিটুইটারি
(c) আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
(d) অ্যাড্রিনাল গ্রন্থি ।
66. কোন্টি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয় ?
(a) জিব্বেরেলিন
(b) 2,4 - D
(c) কাইনিন
(d) অক্সিন
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
67. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে –
(a) STH
(b) থাইরক্সিন
(c) ইনসুলিন
(d) অ্যাড্রিনালিন
68. বীজবিহীন ফল উৎপাদনে সহায়তা করে –
(a) অক্সিন
(b) থাইরক্সিন
(c) জিব্বেরেলিন
(d) কাইনিন
69. নিম্নলিখিত কোন্টির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় -
(a) থাইরক্সিন
(b) ইনসুলিন
(c) গ্লুকাগন
(d) অ্যাড্রিনালিন
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
70. ডাবের জলে পাওয়া যায় যে হরমোনটি তা হল –
(a) অক্সিন
(b) কাইনিন
(c) জিব্বেরেলিন
(d) ইথিলিন
71. একটি গ্যাসীয় হরমোন হল –
(a) STH
(b) অক্সিন
(c) কাইনিন
(d) ইথিলিন ।
72. ফ্লোরিজেন একপ্রকার –
(a) প্রাকৃতিক হরমোন
(b) কৃত্রিম হরমোন
(c) প্রকল্পিত হরমোন
(d) লোকাল হরমোন
73. শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয় তা হল –
(a) গয়টার
(b) ক্রেটিনিজম
(c) গ্রেবস রোগ
(d) বামনত্ব
74. যে হরমোন BMR বৃদ্ধি করে –
(a) ইনসুলিন
(b) অ্যাড্রিনালিন
(c) থাইরক্সিন
(d) STH ।
75. যে গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যান্ড’ বলে সেটি হল-
(a) থাইরয়েড
(b) পিটুইটারি
(c) অ্যাড্রিনাল
(d) ডিম্বাশয়
76. নীচের কোন্টি স্টেরয়েড হরমোন ?
(a) থাইরক্সিন
(b) রিলাক্সিন
(c) প্রোজেস্টেরন
(d) ইনসুলিন
77. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন –
(a) ADH
(b) ACTH
(c) GTH
(d) STH
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
78. নীচের কোন্টি কৃত্রিম হরমোন ?
(a) IAA
(b) ADH
(c) IBA
(d) STH
79. কোন প্রকার কোশ বিভাজনে একটি মাতৃকোশ থেকে দুটি অপত্য কোশ সৃষ্টি হয় ?
(a) অ্যামাইটোসিস
(b) মাইটোসিস
(c) মায়োসিস
(d) কোনোটিই নয়
80. কোন্ প্রকার কোশ বিভাজনে মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশে অর্ধেক হয়ে যায় ?
(a) অ্যামাইটোসিস
(b) মাইটোসিস
(c) মায়োসিস
(d) কোনোটিই নয় ।
81. সেন্ট্রোমিয়ারের অবস্থান হল ক্রোমোজোমের –
(a) মুখ্য খাঁজে
(b) গৌণ খাঁজে
(c) স্যাটেলাইটে
(d) দু - প্রান্তে ।
82. একটি মাতৃকোশ থেকে 16 টি অপত্য কোশ হলে মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোশের কতবার বিভাজন হয় ?
(a) 2 বার
(b) 4 বার
(c) 8 বার
(d) 16 বার
83. একটি দেহ মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা 40 হলে মায়োসিস বিভাজনে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা কটি হবে ?
(a) 10 টি
(b) 40 টি
(c) 20 টি
(d) 30 টি
84. কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 16 হলে ওই জীবের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে ?
(a) 16
(b) 8
(c) 4
(d) 2
85. কোনো উদ্ভিদের দেহকোশের ক্রোমোজোম সংখ্যা n = ৪ হলে ওই জীবের সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত ?
(a) 8
(b) 16
(c) 24
(d) 32
86. RNA- তে কোন্ নাইট্রোজেন বেস থাকে না ?
(a) অ্যাডেনিন
(b) গুয়ানিন
(c) থাইমিন
(d) ইউরাসিল ।
87. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হল –
(a) ‘V’ আকৃতির
(b) ‘L’ আকৃতির
(c) ‘T’ আকৃতির
(d) ‘J’ আকৃতির
৪৪. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা –
(a) 46
(b) 44
(c) 23
(d) 22
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
89. বহিঃনিষেককারী একটি প্রাণী হল –
(a) মানুষ
(b) ব্যাং
(c) টিকটিকি
(d) পায়রা
90. সংযুক্তি পদ্ধতিতে জননসম্পন্নকারী একটি উদ্ভিদ হল –
(a) মস
(b) ফার্ন
(c) অ্যাগারিকাস
(d) স্পাইরোগাইরা
91. যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারের হয় তাকে বলে –
(a) অ্যাইসোগ্যামি
(b) অ্যানাইসোগ্যামি
(c) উগ্যামি
(d) সিনগ্যামি ।
92. পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে –
(a) আমপাতা
(b) পাথরকুচি পাতা
(c) গোল আলু
(d) বটপাতা
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
93. চুপড়ি আলু বংশবিস্তার করে –
(a) মূলজ মুকুলের সাহায্যে
(b) পত্রজ মুকুলের সাহায্যে
(c) বুলবিলের সাহায্যে
(d) শাখাকলমের সাহায্যে
94. বংশগতির জনক হল –
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) মেন্ডেল
(d) দ্য সি
95. সাদা গুণ প্রকট হলে একটি বিশুদ্ধ সাদা ও বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে কীরকম প্রজাতি জন্মাবে ?
(a) কালো
(b) সাদা
(c) কালো ও সাদার মিশ্রণ
(d) কোনোটিই নয়
96. মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ?
(a) তিন জোড়া
(b) পাঁচ জোড়া
(c) সাত জোড়া
(d) দশ জোড়া
97. ‘বন্দীপুর’ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
(a) গুজরাট
(b) রাজস্থান
(c) ওড়িশা
(d) কর্ণাটক
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
98. টেস্ট ক্রুসের সাহায্যে আমরা প্রজাতির কী জানতে পারি ?
(a) প্রজাতির ফিনোটাইপ
(b) প্রজাতির জিনোটাইপ
(c) ফিনোটাইপ ও জিনোটাইপ উভয়ই
(d) কোনোটিই নয় ।
99. নীচের কোন্টি কন্যা সন্তানের ক্রোমোজোম ?
(a) XY
(b) XX
(c) YY
(d) কোনোটিই নয়
100. নীচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ নয় ?
(a) কান নাড়ানোর পেশি
(b) কক্সিস
(c) নিকটিটেটিং পর্দা
(d) সিকাম সংযোগী প্রাণীটি হল
101. সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর –
(a) পেরিপেটাস
(b) হংসচঞ
(c) আর্কিওপটেরিক্স
(d) লাংফিশ
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
102. রাইনিয়া কোন্ বিভাগ দুটির অন্তবর্তী উদ্ভিদ ?
(a) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
(b) টেরিডোফাইটা ও জিমনোস্পার্ম
(c) জিমনোস্পার্ম ও অ্যানজিওস্পার্ম
(d) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী
103. 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ — কার মতবাদ ?
(a) মেন্ডেল
(b) ল্যামার্ক
(c) ডারউইন
(d) ভাইসম্যান
104. ইয়োহিগ্লাস কোন প্রাণীর জীবাশ্ম ?
(a) পাখির
(b) ঘোড়ার
(c) হাতির
(d) মানুষের
105. নীচের কোনটি লিভিং ফসিল নয় ?
(a) সিলাকান্থ
(b) পেরিপেটাস
(c) লিমিউলাস
(d) আর্কিওপটেরিক্স
106. আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব
(a) ইয়োসিন যুগ
(b) মায়োসিন যুগ
(c) প্লিসটোসিন যুগ
(d) প্রিয়োসিন যুগ
107. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ ।
(a) সালোকসংশ্লেষের জন্য
(b) বাষ্পমোচন বৃদ্ধির জন্য
(c) বাষ্পমোচন রোধের জন্য
(d) শ্বাসকার্য বৃদ্ধির জন্য
108. জলে মাছকে চাপ - তাপ বুঝতে সাহায্য করে কোন অঙ্গটি ?
(a) পটকা
(b) পাখনা
(c) স্পর্শেন্দ্রিয় রেখা
(d) ফুলকা
109. পায়রার পুচ্ছ পালকের সংখ্যা মোট
(a) 10 টি
(b) 12 টি
(c) ৪ টি
(d) 18 টি
110. একটি ভাইরাসঘটিত রোগ হল –
(a) টাইফয়েড
(b) ম্যালেরিয়া
(c) কলেরা
(d) কোভিড
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL এর আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন –
উত্তর গুলি দেখার জন্য - Click Here
LIFE SCIENCE GK ANM-(R) & GNM SPECIAL
To Give Mock Test Class IX - XII Click Here