RRB NTPC General Awareness Part - 4
দেখেনাও rrb ntpc এর general awareness এর কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন । চলো বন্ধুরা দেখে নাও আজকের rrb ntpc এর general awareness প্রশ্ন গুলি –
ক) মালোয়া , 
খ) বিজপুর , 
গ) গোয়ালিয়র , 
ঘ) জয়পুর। 
২১) 'অয়েল জাসার টেকনোলজি' কোথায় ব্যবহৃত হয় -
২১) 'অয়েল জাসার টেকনোলজি' কোথায় ব্যবহৃত হয় -
ক)  অটোমোবাইল শিল্পে , 
খ)সমুদ্রের জল পরিশোধনে , 
গ)  মহাকাশযানে , 
ঘ) ট্যাংকের জল পরিশোধনে । 
২২) ন্যাশনাল রেল মিউজিয়াম ১৯৭৭ সালে কোথায় প্রতিষ্ঠিত হয় -
২২) ন্যাশনাল রেল মিউজিয়াম ১৯৭৭ সালে কোথায় প্রতিষ্ঠিত হয় -
ক) কলকাতা , 
খ) দিল্লী , 
গ) খরগপুর , 
ঘ) মুম্বাই । 
২৩) নিচের কোন ব্যক্তি ১৯০৬ সালে যুগান্তর পত্রিকা প্রকাশের সঙ্গে সম্পর্কিত নন -
২৩) নিচের কোন ব্যক্তি ১৯০৬ সালে যুগান্তর পত্রিকা প্রকাশের সঙ্গে সম্পর্কিত নন -
ক)  অরবিন্দ ঘোষ , 
খ) ভূপেন্দ্রনাথ দত্ত , 
গ) অভিনাশ ভট্টাচার্য , 
ঘ) বীরেন্দ্র কুমার ঘোষ । 
২৪) মেঘালয় রাজ্যটি কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় -
২৪) মেঘালয় রাজ্যটি কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় -
ক) ১৯৭০ , 
খ) ১৯৭১ , 
গ) ১৯৭২ , 
ঘ) ১৯৭৩ । 
২৫) কোন মাসে প্রতিবছর ১০ তারিখ থেকে ১৬ তারিখ রেলওয়ে সপ্তাহ পালন করা হয় -
২৫) কোন মাসে প্রতিবছর ১০ তারিখ থেকে ১৬ তারিখ রেলওয়ে সপ্তাহ পালন করা হয় -
ক) জুন , 
খ) এপ্রিল , 
গ)  মার্চ , 
ঘ) ফেব্রুয়ারি । 
২৬) 'High Altitude Research Centre' কোথায় অবস্থিত -
২৬) 'High Altitude Research Centre' কোথায় অবস্থিত -
ক) মহারাষ্ট্র , 
খ) ত্রিপুরা , 
গ) চেন্নাই , 
ঘ)  গুলমার্গ । 
২৭) ' Bharat QR ' মোবাইল অ্যাপ কোন পরিষেবার সঙ্গে যুক্ত -
২৭) ' Bharat QR ' মোবাইল অ্যাপ কোন পরিষেবার সঙ্গে যুক্ত -
ক) কৃষি , 
খ) ব্যাঙ্ক , 
গ) পরিবহন , 
ঘ) স্বাস্থ্য। 
২৮) 'অ্যবল' পুরস্কার কোন দেশ দেয় -
২৮) 'অ্যবল' পুরস্কার কোন দেশ দেয় -
ক) জাপান , 
খ) ব্রাজিল , 
গ) মার্কিন যুক্তরাষ্ট্র , 
ঘ) নরওয়ে। 
২৯) পাতার সম্মুখভাগ নুয়ে পড়ে কোন খনিজের অভাবে -
২৯) পাতার সম্মুখভাগ নুয়ে পড়ে কোন খনিজের অভাবে -
ক) ক্যালসিয়াম , 
খ) ফসফরাস , 
গ) সালফার , 
ঘ) নাইট্রোজেন। 
৩০) 'বিহু' কোন রাজ্যের উৎসব -
৩০) 'বিহু' কোন রাজ্যের উৎসব -
ক) অসম , 
খ) ত্রিপুরা 
গ) রাজস্থান , 
ঘ) পশ্চিমবঙ্গ। 
৩১) ইভান গেলিস্তা টরিসেলি নামটি কিসের সঙ্গে যুক্ত -
৩১) ইভান গেলিস্তা টরিসেলি নামটি কিসের সঙ্গে যুক্ত -
ক) টেলিফোন, 
খ) টেলিগ্রাফ , 
গ) ব্যারোমিটার , 
ঘ) থার্মোমিটার । 
৩২) MMR টিকা কোন রোগের প্রতিরোধে নেওয়া হয় -
৩২) MMR টিকা কোন রোগের প্রতিরোধে নেওয়া হয় -
ক) হাম , 
খ)  টিবি , 
গ) জলাতঙ্ক , 
ঘ) পোলিও । 
৩৩) থিওরি অফ ইভোলিউশন ধারণাটি কে দেন -
৩৩) থিওরি অফ ইভোলিউশন ধারণাটি কে দেন -
ক) নিউটন , 
খ) ডারউইন, 
গ) ফ্রয়েড , 
ঘ) মেন্ডেল । 
৩৪) কম্পিউটারে Ctrl+x বলতে কী বোঝায় -
৩৪) কম্পিউটারে Ctrl+x বলতে কী বোঝায় -
ক) cut , 
খ) undo , 
গ) paste , 
ঘ) clone । 
৩৫) বার্লিন প্রাচীর দিয়ে কত সালে জার্মানি বিভক্ত হয় -
৩৫) বার্লিন প্রাচীর দিয়ে কত সালে জার্মানি বিভক্ত হয় -
ক) ১৯৫৯ , 
খ) ১৯৬০ , 
গ) ১৯৬১ , 
ঘ) ১৯৬২ । 
৩৬) কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত -
৩৬) কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত -
ক) চেন্নাই , 
খ) মুম্বাই , 
গ) কটক , 
ঘ) ভূবনেশ্বর । 
(৩৭) একটি লোহিত রক্তকণিকার আয়ু কতদিন -
(৩৭) একটি লোহিত রক্তকণিকার আয়ু কতদিন -
ক) ১২০ , 
খ) ১১০ , 
গ) ১২৪ , 
ঘ) ১৪৮ দিন । 
৩৮) CGS' পদ্ধতিতে বলের একক কী -
৩৮) CGS' পদ্ধতিতে বলের একক কী -
ক) নিউটন , 
খ) ডাইন , 
গ) মিটার , 
ঘ) ঘনমিটার । 
৩৯) UNESCO মানুষ ও জীবমন্ডল কর্মসূচি কত খ্রিস্টাব্দে গ্রহণ করে -
৩৯) UNESCO মানুষ ও জীবমন্ডল কর্মসূচি কত খ্রিস্টাব্দে গ্রহণ করে -
ক) ১৯৭০ , 
খ) ১৯৬০ , 
গ) ১৯৭১ , 
ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে । 
৪০) ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারস্- এর মতে পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কত -
৪০) ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারস্- এর মতে পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কত -
ক) ২০ , 
খ) ২৫ , 
গ) ৪০ , 
ঘ ) ৭৮ টি। 
উঃ- (২১) খ , (২২) খ , (২৩) ক , (২৪) গ , (২৫) খ , (২৬) ঘ , ২৭) খ , (২৮) ঘ , (২৯) ঘ , (৩০) ক , (৩১) গ , (৩২) ক , (৩৩) খ , (৩৪) ক , (৩৫) গ , (৩৬) গ , (৩৭) ক , (৩৮) খ , (৩৯) গ , (৪০) খ।
আজকের rrb ntpc এর প্রশ্নের pdf ও উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।
উঃ- (২১) খ , (২২) খ , (২৩) ক , (২৪) গ , (২৫) খ , (২৬) ঘ , ২৭) খ , (২৮) ঘ , (২৯) ঘ , (৩০) ক , (৩১) গ , (৩২) ক , (৩৩) খ , (৩৪) ক , (৩৫) গ , (৩৬) গ , (৩৭) ক , (৩৮) খ , (৩৯) গ , (৪০) খ।
আজকের rrb ntpc এর প্রশ্নের pdf ও উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
