Latest

Monday, January 24, 2022

Histrory General Knowladge Part - 20 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২০ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 20

Histrory General Knowladge Part - 20
Histrory General Knowladge


আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 20 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২০ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৩৮৮।  কখন গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটে ?

উঃ- কনিষ্কের রাজত্বকালে।

৩৮৯। কনিষ্ক কোন বৌদ্ধ সম্প্রদায়কে রাষ্ট্রীয় মর্যাদা দেন ?

উঃ- মহাযানদের।

৩৯০। কনিষ্ক কোন ভাষাকে ধর্মমতের বাহনরূপে স্বীকৃতি দেন ?

উঃ- সংস্কৃত ভাষাকে।

৩৯১। কনিষ্কের নির্মিত বিহারটির নাম কি ?

উঃ- 'কুন্তল-বন-বিহার'।

৩৯২। কুষাণ বংশের শেষ প্রসিদ্ধ রাজা কে ছিলেন ?

উঃ- বাসুদেব।

৩৯৩। 'মধ্যমিকা সূত্র' কার রচনা ?

উঃ- নাগার্জুনের।

৩৯৪। 'শত সহস্রিকা' কার রচনা ?

উঃ- নাগার্জুনের।

৩৯৫। 'প্রজ্ঞাপারমিতা' কার রচনা ?

উঃ- নাগার্জুনের।

৩৯৬। 'মহাবিভাষা' কে রচনা করেন ?

উঃ- বসুমিত্র।

৩৯৭। 'বিভাষা' কে রচনা করেন ?

উঃ- কাত্যায়ন।

৩৯৮। চরকের লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো।

উঃ- 'চরক সংহিতা'।

৩৯৯। 'সুশ্রুত সংহিতা' কে রচনা করেন ?

উঃ- সুশ্রুত।

৪০০। ভারতের দ্বিতীয় অশোক কাকে বলা হয় ?

উঃ- কনিষ্ককে।

৪০১। কে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন ?

উঃ- ভিনসেন্ট স্মিথ।

৪০২। কাকে 'গুপ্ত নবজাগরণের পুরোধা' বলা হয় ?

উঃ- কনিষ্ককে।

৪০৩। 'সম্পট লিপি' কার আমলে প্রকাশ পায় ?

উঃ- কনিষ্কের।

৪০৪। কনিষ্ক কার প্রভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ?

উঃ- অশ্বঘোষের।

৪০৫। কুশাণরা কোন জাতির বংশধর ?

উঃ- ইউ-চি জাতির।

৪০৬। 'মহাভাষ্য' কার লেখা ?

উঃ- পতঞ্জলির।

৪০৭। কোন কুষাণ সম্রাটকে 'সত্যধর্মাহিত' বলা হয়েছে ?

উঃ- কুজুল কদফিসিসকে।

৪০৮। হুবিষ্ক কে ছিলেন ?

উঃ- একজন কুষাণ সম্রাট।

৪০৯। ‘অন্ধ্র’ কারা ?

উঃ- সাতবাহন রাজারা।

৪১০। কুষাণ যুগের সবথেকে প্রশিদ্ধ শিক্ষাকেন্দ্র কোনটি ?

উঃ- তক্ষশিলা বিশ্ববিদ্যালয়।

৪১১। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- সিমুক।

৪১২। নানঘাট শিলালিপির রচয়িতা কে ?

উঃ- রানী নায়নিকা।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।


To Know More About Indian History Click Here