Latest

Tuesday, January 25, 2022

Histrory General Knowladge Part - 21 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২১ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 21

Histrory General Knowladge Part - 21
Histrory General Knowladge

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 21 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২১ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৪১৩ নানঘাট শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় ?

উঃ- প্রথম সাতকর্ণির।

৪১৪। নাসিক প্রশস্তি কে রচনা করেন ?

উঃ- বনশ্রী (বা বলশ্রী সাতকর্ণী)।

৪১৫। বনশ্রী কে ?

উঃ- সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা।

৪১৬। নাসিক প্রশস্তি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায় ?

উঃ- গৌতমীপুত্র সাতকর্ণীর।

৪১৭। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- গৌতমীপুত্র সাতকর্ণী।

৪১৮। সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি কে ছিলেন ?

উঃ- যঙ্গশ্রী সাতকর্ণী।

৪১৯। সাতবাহনদের তৃতীয় রাজার নাম কি ?

উঃ- প্রথম সাতকর্ণী।

৪২০। ‘শাক-যবন-পল্লব-নিসূদন’ কে ?

উঃ- গৌতমীপুত্র সাতকর্ণী।

৪২১। সাতবাহন রাজারা কত বছর রাজত্ব করেছিলেন ?

উঃ- প্রায় তিনশত বছর।

৪২২। কোন সাতবাহন রাজ ‘অপ্রতিহতচক্র’ উপাধি ধারণ করেন ?

উঃ- প্রথম সাতকর্ণী।

৪২৩। সাতবাহন ‘দক্ষিণাপথ পতি’ উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- প্রথম সাতকর্ণি।

৪২৪। কোন সাতবাহন রাজা নিজেকে ‘সমুদ্দতোয়-পীত-বাহন’ বলে উল্লেখ করেন ?

উঃ- গৌতমীপুত্র সাতকর্ণী।

৪২৫। সাতবাহনরা কোন ধর্মের অনুরাগী ছিলেন ?

উঃ- হিন্দুধর্মের অনুরাগী (ব্রাম্ভণ) ছিলেন ।

৪২৬। সাতকর্ণী শব্দের অর্থ কি ?

উঃ- অশ্বপুত্র।

৪২৭। কোন বংশের উচ্ছেদ ঘটিয়ে সাতবাহন বংশের প্রতিষ্ঠা হয় ?

উঃ- কান্ব বংশের।

৪২৮। ‘কথাসরিৎসাগর’ গ্রন্থের রচয়িতা কে ?

উঃ- সোমদেব।

৪২৯। গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- শ্রীগুপ্ত।

৪৩০। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

উঃ- প্রথম চন্দ্রগুপ্ত।

৪৩১। গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল ?

উঃ- পাটলিপুত্র।

৪৩২। ‘উজ্জয়িনী’ কার রাজধানী ছিল ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

৪৩৩। ‘এলাহাবাদ প্রশস্তি’ কার রচনা ?

উঃ- হরিষেণের।

৪৩৪। হরিষেন কে ?

উঃ- সমুদ্রগুপ্তের সভাকবি।

৪৩৫। কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি ধারণ করেন ?

উঃ- সমুদ্রগুপ্ত।

৪৩৬। ‘এলাহাবাদ প্রশস্তি’- তে কোন রাজার কথা জানা যায় ?

উঃ- সমুদ্রগুপ্তের।

৪৩৭। কোন গুপ্ত সম্রাট ‘পরাক্রমাঙ্ক’ উপাধি গ্রহণ করেন ?

উঃ- সমুদ্রগুপ্ত।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here