RRB NTPC General Awareness Part-3
আজকের rrb ntpc general awareness গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর -
ক) ৮ ই অক্টোবর ,
খ) ২রা নভেম্বর ,
গ) ৩০ সেপ্টেম্বর ,
ঘ) ৯ জুলাই ।
২) ১৭৬১ সালে পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে -
২) ১৭৬১ সালে পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে -
ক) লোদি ও বাবর এর মধ্যে ,
খ) নাদির শাহ ও আহমদ শাহ আবদালির মধ্যে ,
গ) হিমু ও আকবর এর মধ্যে ,
ঘ) মারাঠা ও আহম্মদ শাহ আবদালির মধ্যে।
৩) 'কনকলতা বড়ুয়া' কী -
৩) 'কনকলতা বড়ুয়া' কী -
ক) মিসাইল ,
খ) ডুবোজাহাজ ,
গ) যুদ্ধবিমান ,
ঘ) যুদ্ধজাহাজ।
৪) "দা পোট্রেট অফ আ লেডি" কার লেখা -
৪) "দা পোট্রেট অফ আ লেডি" কার লেখা -
ক) রাস্কিন বন্ড ,
খ) চেতন ভগত ,
গ) সালমান রুশদি ,
ঘ) খুশবন্ত সিং ।
৫) 'তাজাওয়া হ্রদ'টি কোন দেশে অবস্থিত -
৫) 'তাজাওয়া হ্রদ'টি কোন দেশে অবস্থিত -
ক) অস্ট্রেলিয়া ,
খ) জাপান ,
গ) চীন ,
ঘ) ইন্দোনেশিয়া।
৬) কোন স্মৃতিস্তম্ভটি দিল্লির সুলতানরা তৈরি করেননি -
৬) কোন স্মৃতিস্তম্ভটি দিল্লির সুলতানরা তৈরি করেননি -
ক) তুঘলকাবাদ ফোর্ট ,
খ) কুতুবমিনার ,
গ) কোয়াতুল ইসলাম মসজিদ ,
ঘ) রেড ফোর্ট।
৭) সম্প্রতি গঙ্গা অভলোকান মিউজিয়ামটি কোন রাজ্যে তৈরি হয়েছে -
৭) সম্প্রতি গঙ্গা অভলোকান মিউজিয়ামটি কোন রাজ্যে তৈরি হয়েছে -
ক) বিহার ,
খ) উত্তর প্রদেশ ,
গ) উত্তরাখণ্ড ,
ঘ) ঝাড়খন্ড ।
৮) "All Bengal Workers Association" - এর প্রতিষ্ঠাতা কে -
৮) "All Bengal Workers Association" - এর প্রতিষ্ঠাতা কে -
ক) চিত্তরঞ্জন দাস ,
খ) সুরেন্দ্রনাথ রায় ,
গ) জামিল আহমেদ ,
ঘ) মুজাফফর আহমেদ।
৯) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার -
৯) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার -
ক) ৪১ ,
খ) ৪২ ,
গ) ৪৩ ,
ঘ) ৪৪ ।
১০) "কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন" গঠিত হয় কোন কমিটির সুপারিশের ভিত্তিতে -
১০) "কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন" গঠিত হয় কোন কমিটির সুপারিশের ভিত্তিতে -
ক) রাজামান্নার কমিটি ,
খ) সারকারিয়া কমিশন ,
গ) শান্তানাম কমেটি ,
ঘ) হুভার কমিশন ।
১১) আন্তঃরাজ্য পরিষদ গঠনের ব্যাপারে সুপারিশ করেছিলেন কে -
১১) আন্তঃরাজ্য পরিষদ গঠনের ব্যাপারে সুপারিশ করেছিলেন কে -
ক) প্রশাসনিক সংস্কার কমিশন ,
খ) রাজা মান্নার কমিটি ,
গ) সারকারিয়া কমিশন ,
ঘ) কোনোটিই নয় ।
১২) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত -
১২) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত -
ক) ৩৬০° ,
খ) ৪৫° ,
গ) ১৮০° ,
ঘ) ০° ।
১৩) পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে -
১৩) পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে -
ক) ২ ,
খ) ৮ ,
গ) ৭ ,
ঘ) ৬ টি ।
১৪) কম্পিউটারে 'পিক্সেল' বলতে বোঝায় -
১৪) কম্পিউটারে 'পিক্সেল' বলতে বোঝায় -
ক) বিটস ,
খ) ডটস্ ,
গ) পয়েন্ট ,
ঘ) লাইন।
১৫) 'পানথি 'কোন রাজ্যের লোকনৃত্য -
১৫) 'পানথি 'কোন রাজ্যের লোকনৃত্য -
ক) অসম ,
খ) ওড়িশা ,
গ) ছত্রিশগড় ,
ঘ) মহারাষ্ট্র ।
১৬) " অর্ডার অফ দ্য রাইজিং সান " সম্মান কোন দেশ দিয়ে থাকে -
১৬) " অর্ডার অফ দ্য রাইজিং সান " সম্মান কোন দেশ দিয়ে থাকে -
ক) নেপাল ,
খ) জাপান ,
গ) সুইডেন ,
ঘ) ব্রিটেন ।
১৭) লোকসভায় 'জিরো আওয়ার' এর স্থায়িত্বকাল কত -
১৭) লোকসভায় 'জিরো আওয়ার' এর স্থায়িত্বকাল কত -
ক) ৩০ মিনিট ,
খ) ১ ঘন্টা ,
গ) ২ ঘণ্টা ,
ঘ) কোন নির্দেশ করার নেই ।
১৮) 'pomology' বলতে কী বোঝায় -
১৮) 'pomology' বলতে কী বোঝায় -
ক) ফল উৎপাদন ,
খ) শাকসবজি উৎপাদন ,
গ) ফুল উৎপাদন,
ঘ) ঔষধি বৃক্ষ উৎপাদন ।
১৯) 'SEBI' - এর প্রধান কার্যালয় কোথায় -
১৯) 'SEBI' - এর প্রধান কার্যালয় কোথায় -
ক) মুম্বাই ,
খ) ছত্রিশগড় ,
গ) সিকিম ,
ঘ) সিঙ্গাপুর।
২০) অহল্যাবাঈ কোথাকার রানী ছিলেন -
২০) অহল্যাবাঈ কোথাকার রানী ছিলেন -
ক) মালোয়া ,
খ) বিজপুর ,
গ) গোয়ালিয়র ,
ঘ) জয়পুর।
আজকের general awareness বিষয়ের উত্তর ও pdf পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।
আজকের general awareness বিষয়ের উত্তর ও pdf পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।