Histrory General Knowladge Part - 16
![]() |
Histrory General Knowladge Part |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
২৮৬।
‘শীল’ কী ?
উঃ- বুদ্ধদেবের নৈতিক
উপদেশ।
২৮৭। ক্ষেত্রবেদ কি
?
উঃ- অথর্ব বেদ।
২৮৮। ঋক বৈদিক যুগে কোন
দেবতাকে ‘পুরন্দর’ বলা হত ?
উঃ- দেবরাজ 'ইন্দ্রকে'।
২৮৯। বুদ্ধদেবের দীক্ষাপ্রাপ্ত
উল্লেখযোগ্য গণিকার নাম কি ?
উঃ- আম্রপালি।
২৯০। বুদ্ধদেবের শিষ্যত্ব
গ্রহণ করে যারা সংসার ধর্ম পালন করতেন তাদের কি বলা হযত ?
উঃ- উপাসক।
২৯১। বৌদ্ধ সন্ন্যাসীরা
কি নামে পরিচিত ?
উঃ- ভিক্ষু।
২৯২। ২৪ তম জৈন তীর্থঙ্কর
কে ?
উঃ- মহাবীর।
২৯৩। মহাবীরের উপদেশগুলি
কোন খন্ডে লিপিবদ্ধ আছে ?
উঃ- 'দ্বাদশ অঙ্গে'।
২৯৪। দ্বাদশ অঙ্গ কোন
ভাষায় লেখা ?
উঃ- প্রাকৃত।
২৯৫। ঋকবৈদিক যুগে মানুষের
জীবনযাত্রা কটি ভাগে বিভক্ত ছিল ?
উঃ- চারটি ভাগে বিভক্ত।
২৯৬। ঋকবৈদিক যুগে মানুষের
জীবনযাত্রার শেষ ভাগের নাম কি ?
উঃ- সন্ন্যাস।
২৯৭। দক্ষিণ ভারতে অবস্থিত
একটি মহাজনপদের নাম উল্লেখ করো।
উঃ- অস্মক।
২৯৮। ষোড়শ মহাজনপদগুলির
মধ্যে কতগুলি রাজতান্ত্রিক ?
উঃ- ১৪ টি।
২৯৯। ষোড়শ মহাজনপদের
মধ্যে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম উল্লেখ করো।
উঃ- বৃজি বা মল্ল।
৩০০। কোন রাজ্যকে কেন্দ্র
করে ভারতে প্রথম সাম্রাজ্য গঠিত হয় ?
উঃ- মগধ রাজ্যকে।
৩০১। মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা
কে ?
উঃ- মহারাজ বিম্বিসার।
৩০২। বিম্বিসার কখন রাজত্ব
করতেন ?
উঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ
শতকে।
৩০৩। বিম্বিসার কার সমসাময়িক
ছিলেন ?
উঃ- বুদ্ধদেবের।
৩০৪। বিম্বিসারের সময়
মগধের রাজধানী কোথায় ছিল ?
উঃ- রাজগৃহ।
৩০৫। বিম্বিসারের পুত্রের
নাম কি ?
উঃ- অজাতশত্রু।
৩০৬। কার সময়ে পাটলিপুত্র
নগরী স্থাপিত হয় ?
উঃ- অজাতশত্রুর সময়ে।
৩০৭। হর্ষঙ্ক বংশের শেষ
রাজা কে ?
উঃ- নাগদাস।
৩০৮। বিম্বিসারের উপাধি
কি ছিল ?
উঃ- শ্রেনিক।
৩০৯। কোন রাজা কুনিক
উপাধি ধারণ করেন ?
উঃ- অজাতশত্রু।
৩১০। অজাতশত্রুর পুত্রের
নাম কি ?
উঃ- উদয়ি।