Latest

Sunday, January 9, 2022

Life Science Respiration System Part - 4 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৪

 Life Science Respiration System Part - 4

Life Science Respiration System Part - 4
Life Science Respiration System


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Respiration System Part - 4 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৪ ।

বন্ধুরা জীবন বিজ্ঞানের শ্বসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

৪৬) চিংড়ির শ্বাস অঙ্গের নাম কী ?

উঃ- ফুলকা।

৪৭) শ্বাসবৃক্ষ থাকে কোন মাছের ?

উঃ-মাগুর মাছের।

৪৮) পায়রার বায়ু থলির সংখ্যা কয়টি ?

উঃ- ৯ টি।

৪৯) শ্বসনে নির্গত হয় কোন শক্তি ?

উঃ- তাপ শক্তি।

৫০) প্রাপ্ত বয়স্ক মানুষ মিনিটে কত বার শ্বাসকার্য চালায় ?

উঃ- ১৪-১৮ বার।

৫১) চিংড়ির রক্তে কোন শ্বাসকণা থাকে ?

উঃ- হিমোসায়ানিন।

৫২) হিমোসায়ানিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কী ?

উঃ- তামা বা কপার।

৫৩) শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় ?

উঃ- সুন্দরী, গরান প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে ।

৫৪) পেশি কোষে  অবাত শ্বসনের ফলে কোন অ্যাসিড উৎপন্ন হয় ?

উঃ- ল্যাকটিক অ্যাসিড।

৫৫) ১ অনু গ্লুকোজ জারণে কত অনু পাইরুভিক অ্যাসিড তৈরী হয় ?

উঃ-  ২ অনু।

৫৬) ১ অনু পাইরুভিক অ্যাসিড জারণে কত অনু ATP তৈরী হয় ?

উঃ- ১৫ অনু।

৫৭) বাষ্পোমোচন কয় প্রকার ?

উঃ- তিন প্রকার ( পত্ররন্ধ, লেন্টিসেল, কিউটিকল)।

৫৮) উদ্ভিদের বাষ্পোমোচন মাপার যন্ত্রের নাম কী ?

উঃ- আধুনিক - লইসি মিটার (২০০৫)

      পুরাতন -  পোর্পে মিটার।

৫৯) মানুষের কোন ফুসফুসটি বড়ো ?

উঃ- ডান ফুসফুস।

৬০) কোহল সন্ধান কোথায় ঘটে ?

উঃ- ঈষ্ট নামক ছত্রাকের দেহে।


আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।


জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৩ দেখুন ।