Histrory General Knowladge Part - 24
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৪৮৮। কৌটিল্যের আসল নাম কি ছিল ?
উঃ- বিষ্ণুগুপ্ত।
৪৮৯। ‘ওয়াং উপাধি’ কে
গ্রহণ করেন ?
উঃ- কুজুল কদফিসিস।
৪৯০। ‘দৈবপুত্র’ উপাধি
কে ধারণ করেন ?
উঃ- কনিষ্ক।
৪৯১। “বর বরণ বিক্রমচারু
বিক্রম” উপাধি কে গ্রহণ করেন ?
উঃ- গৌতমীপুত্র সাতকর্ণী।
৪৯২। হূণদের আদি বাসস্থান কোথায় ছিল ?
উঃ- মধ্য এশিয়ায়।
৪৯৩। তোরমান কে ?
উঃ- একজন হূণ নেতা।
৪৯৪। মিহিরকুল কে ?
উঃ- একজন হূণ নেতা।
৪৯৫। 'ইন্ডিয়ান এটিকা'
কাকে বলা হয় ?
উঃ- মিহিরকুলকে।
৪৯৬। মিহিরকুলকে কে পরাজিত
করেন ?
উঃ- যশোধর্মন।
৪৯৭। যশোধর্মন কোথাকার
রাজা ছিলেন ?
উঃ- মান্দাশোরের রাজা।
৪৯৮। কোন গুপ্ত সম্রাট
ভারত রক্ষাকারী উপাধি গ্রহণ করেন ?
উঃ- স্কন্দগুপ্ত।
৪৯৯। বালভির মৈত্রক বংশের
শ্রেষ্ঠ নরপতি কে ?
উঃ- দ্বিতীয় রুদ্রসেন।
৫০০। পরবর্তী গুপ্ত বংশের
প্রথম শক্তিশালী নরপতি কে ?
উঃ- কুমারগুপ্ত।
৫০১। বাংলার প্রথম সার্বভৌম
রাজা কে ?
উঃ- শশাঙ্ক।
৫০২। শশাঙ্ক কোথাকার
রাজা ছিলেন ?
উঃ- গৌড়ের।
৫০৩। শশাঙ্কের রাজধানী
কোথায় ছিল ?
উঃ- কর্ণসুবর্ণ।
৫০৪। আদিনা মসজিদ কোথায়
অবস্থিত ?
উঃ- পান্ডুয়ায়।
৫০৫। শশাঙ্ক কোন রাজার
সঙ্গে মিত্রতা স্থাপন করেন ?
উঃ- দেবগুপ্তের।
৫০৬। দেবগুপ্ত কোথাকার
রাজা ছিলেন ?
উঃ- মালবের রাজা।
৫০৭। রাজ্যবর্ধন কে
?
উঃ-প্রভাকরবর্ধনের জ্যেষ্ঠ
পুত্র।
৫০৮।
প্রভাকরবর্ধন কে ?
উঃ- থানেশ্বরের রাজা।
৫০৯। রাজশ্রী কে ?
উঃ- প্রভাকরবর্ধনের একমাত্র
কন্যা।
৫১০। রাজ্যবর্ধন কার
নিকট পরাজিত ও নিহত হন ?
উঃ- শশাঙ্কের নিকট।
৫১১। শশাঙ্ক কোন ধর্মালম্বী
ছিলেন ?
উঃ- শৈব্য।
৫১২। শিলাদিত্য কার উপাধি
?
উঃ- হর্ষবর্ধনের।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here