Histrory General Knowladge Part - 23
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৪৬৩। কোন গুপ্ত সম্রাটকে 'লিচ্ছবি দৌহিত্র' বলা হয় ?
উঃ- সমুদ্রগুপ্তকে।
৪৬৪। প্রথম কুমারগুপ্ত
কি উপাধি ধারণ করেছিলেনয় ?
উঃ- মহেন্দ্রাদিত্য।
৪৬৫। প্রথম কুমারগুপ্ত
কোন ব্যক্তির আক্রমনকে প্রতিহত করেছিল ?
উঃ- পুষ্যমিত্রের।
৪৬৬। ভারতের সুবর্ণযুগ
কোন সময়কে বলা হয় ?
উঃ- গুপ্তযুগকে।
৪৬৭। নালন্দা বিশ্ববিদ্যালয়
কে গড়ে তোলেন ?
উঃ- প্রথম কুমারগুপ্ত।
৪৬৮। মুক্তিদাতা কোন
গুপ্ত সম্রাটকে বলা হয় ?
উঃ- স্কন্দগুপ্তকে।
৪৬৯। গুপ্ত বংশের শেষ
শক্তিশালী সম্রাট কে ?
উঃ- স্কন্দগুপ্ত।
৪৭০। ভারত রক্ষাকারী
কোন গুপ্ত সম্রাটকে বলা হয় ?
উঃ- স্কন্দগুপ্তকে।
৪৭১। কোন গুপ্তসম্রাট
হূণ আক্রমণ প্রতিহত করেন ?
উঃ- স্কন্দগুপ্ত।
৪৭২। স্কন্দগুপ্তকে কে
ভারত রক্ষাকারী হিসেবে চিহ্নিত করেছেন ?
উঃ- ভিনসেন্ট স্মিথ।
৪৭৩। গুপ্ত সম্রাটরা
কোন ধর্মের অনুরাগী ছিলেন ?
উঃ- ব্রাহ্মণ্যধর্মের।
৪৭৪। শেষ গুপ্তসম্রাট
কে ?
উঃ- দ্বিতীয় জীবিত গুপ্ত।
৪৭৫। প্রথম কুমারগুপ্ত
কত বছর রাজত্ব করেন ?
উঃ- চল্লিশ বছর।
৪৭৬। বীরসেন কে ?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের
মন্ত্রী।
৪৭৭। গুপ্তযুগে প্রধান সেনাপতিকে কি বলা হত ?
উঃ- মহাদন্ডনায়ক।
৪৭৮। গুপ্তযুগে অশ্ব
বিভাগের প্রধানকে কি বলা হত ?
উঃ- মহাশ্বপতি।
৪৭৯। গুপ্তযুগে হস্তীবাহিনীর
প্রধানকে কি বলা হত ?
উঃ- মহাপীলুপতি।
৪৮০। কোন গুপ্তসম্রাটের
শাসনকালকে 'শান্তি ও সমৃদ্ধি'র যুগ বলা হয় ?
উঃ- প্রথম কুমারগুপ্তের
শাসনকালকে।
৪৮১। সমুদ্রগুপ্ত রচিত
কাব্যগ্রন্থটির নাম কি ?
উঃ- 'কৃষ্ণচরিতম'।
৪৮২। 'ইন্ডিয়ান শেক্সপিয়র'
কাকে বলা হয় ?
উঃ- কালিদাসকে।
৪৮৩। চন্দ্রবর্মন কোন
রাজ্যের রাজা ছিলেন ?
উঃ- শুশুনিয়া (পশ্চিমবঙ্গ,
বাঁকুড়া)।
৪৮৪। সমুদ্রগুপ্তের প্রধান
সেনাপতির নাম কি ছিল ?
উঃ- আম্রকান দেব।
৪৮৫। কোন বিদেশি রাজা
প্রথম বৈষ্ণবধর্ম গ্রহণ করেন ?
উঃ- হেলিয়োক্লেপস।
৪৮৬। মিলিন্দ পঞ্চহো
কি ?
উঃ- বৌদ্ধ ধর্মগ্রন্থ।
৪৮৭। মিলিন্দ পঞ্চহো
কে রচনা করেন ?
উঃ- নাগসেন।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here