Histrory General Knowladge Part - 25
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৫১৩। হর্ষবর্ধন
কবে সিংহাসনে বসেন ?
উঃ- ৬০৬ খ্রিস্টাব্দে।
৫১৪। হর্ষচরিত কার রচনা
?
উঃ- বাণভট্টের।
৫১৫। হর্ষবর্ধনের লেখা
একটি বইয়ের নাম করো।
উঃ- রত্নাবলী।
৫১৬। হর্ষবর্ধনের রাজত্বকালে
আগত চীনা পর্যটক কে ?
উঃ- হিউয়েন সাঙ।
৫১৭। হর্ষবর্ধনের সভাকবি
কে ছিলেন ?
উঃ- বাণভট্ট।
৫১৮। ‘সকলোত্তরপথনাথ'
কাকে বলা হয় ?
উঃ- হর্ষবর্ধনকে।
৫১৯। হর্ষবর্ধনের সময়ে
প্রাচ্যের বৃহত্তম শিক্ষাকেন্দ্র কি ছিল ?
উঃ- নালন্দা বিশ্ববিদ্যালয়।
৫২০। হিউয়েন সাঙের লিখিত
গ্রন্থের নাম কি ?
উঃ- সি-ইউ-কি।
৫২১। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
উঃ- পুষ্যভূতি বংশের।
৫২২। পুষ্যভূতি বংশের
রাজধানী কোথায় ?
উঃ- কনৌজ।
৫২৩। দক্ষিণ ভারতের কোন
রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন ?
উঃ- দ্বিতীয় পুলকেশি।
৫২৪। দ্বিতীয় পুলকেশি
কোথাকার রাজা ছিলেন ?
উঃ- দাক্ষিণাত্যের চালুক্য বংশের।
৫২৫। হর্ষবর্ধন প্রথম
জীবনে কোন ধর্মাবলম্বী ছিলেন ?
উঃ- শৈব।
৫২৬। হর্ষবর্ধন শেষ জীবনে
কোন ধর্মাবলম্বী ছিলেন ?
উঃ- বৌদ্ধধর্মাবলম্বী।
৫২৭। প্রয়াগে পঞ্চবার্ষিকী মেলার আয়োজন কে করেন ?
উঃ- হর্ষবর্ধন।
৫২৮। হর্ষবর্ধনের সময়ে
নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন ?
উঃ- মহাপন্ডিত শীলভদ্র।
৫২৯। বাংলার নির্বাচিত রাজা কে ?
উঃ- গোপাল।
৫৩০। পাল বংশের প্রথম রাজা কে ?
উঃ- গোপাল।
৫৩১। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ- বৎসরাজ।
৫৩২। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উঃ- দেবপাল।
৫৩৪। ‘বিক্রমশীল’ কার উপাধি ?
উঃ- ধর্মপালের।
৫৩৫। বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন?
উঃ- ধর্মপাল।
৫৩৬। ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন?
উঃ- ধর্মপাল।
৫৩৭। ধর্মপাল কী উপাধি ধারণ করেন?
উঃ- পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ।
৫৩৮। বীতপাল কে?
উঃ- পাল বংশের একজন বিখ্যাত শিল্পী।
৫৩৯। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থাকে কি বলা হত?
উঃ- মাৎস্যন্যায়।
৫৪০। সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- সামন্ত সেন।
৫৪১। সেন বংশের শেষ রাজা কে?
উঃ- লক্ষণ সেন।
৫৪২। কে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন?
উঃ- বল্লাল সেন।
430. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উঃ- লক্ষণাবতী।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here