Latest

Wednesday, January 26, 2022

Histrory General Knowladge Part - 22 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২২ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 22

Histrory General Knowladge Part - 22
Histrory General Knowladge

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 22 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২২ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৪৩৮ সমুদ্রগুপ্ত ভারতের কোন অংশ জয়লাভ করে ‘সর্বরাজাচ্ছেত্তা’ উপাধি গ্রহণ করেন ?

উঃ- উত্তর ভারত বা আর্যাবর্ত।

৪৩৯। উত্তর ভারতে তিনি কয়টি রাজ্য দখল করেন ?

উঃ- নয়টি।

৪৪০। দক্ষিণ ভারতের কয়টি রাজ্য তিনি আক্রমণ করে বশ্যতা স্বীকার করান ?

উঃ- ১২ টি।

৪৪১। প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলে ?

উঃ- সমুদ্রগুপ্তকে।

৪৪২। কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন ?

উঃ- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

৪৪৩। প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্রদূত কাকে বলা হয় ?

উঃ- সমুদ্রগুপ্তকে।

৪৪৪। গুপ্ত বংশের তৃতীয় রাজা কে ?

উঃ- প্রথম চন্দ্রগুপ্ত।

৪৪৫। গুপ্তাব্দ কে প্রচলন করেন ?

উঃ- প্রথম চন্দ্রগুপ্ত।

৪৪৬। ‘এরান লেখ’ থেকে কোন রাজার কথা জানা যায় ?

উঃ- সমুদ্রগুপ্তের।

৪৪৭। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন ?

উঃ- ৩৮০ খ্রিস্টাব্দে।

৪৪৮। ‘দেবী চন্দ্রগুপ্তম' কার রচনা ?

উঃ- বিশাখাদত্তের।

৪৪৯। শকারি উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৪৫০। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি কখন গ্রহণ করেন ?

উঃ- শকদের পরাজিত করে।

৪৫১। নবরত্ন কার সভায় ছিল ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়।

৪৫২। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন ?

উঃ- ফা হিয়েন।

৪৫৩। ফা হিয়েন কোথা থেকে ভারতে আসেন ?

উঃ- চীন দেশ থেকে।

৪৫৪। 'ফু-কুয়ো কিং' কার রচনা ?

উঃ- ফা-হিয়েনের।

৪৫৫। কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৪৫৬। রামগুপ্ত কে ?

উঃ- সমুদ্রগুপ্তের জৈষ্ঠ্য পুত্র।

৪৫৭। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগ বংশের কোন রাজকন্যাকে বিবাহ করেন ?

উঃ- কুবের নাগাকে।

৪৫৮। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি ?

উঃ- প্রভাবতী গুপ্তা।

৪৫৯। প্রভাবতী গুপ্তার সঙ্গে কার বিবাহ হয় ?

উঃ- দ্বিতীয় রুদ্রসেনের।

৪৬০। দ্বিতীয় রুদ্রসেন কে ছিলেন ?

উঃ- বাকাটক রাজ।

৪৬১। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ?

উঃ- কালিদাস।

৪৬২। সাতবাহনদের রাজধানী পৈঠান কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ- গোদাবরী নদীর।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here