Histrory General Knowladge Part - 18
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৩৩৬।
অনিরুদ্ধ কে ?
উঃ- হর্ষঙ্ক বংশের উদয়
ভদ্রের পরবর্তী রাজা।
৩৩৭। মুণ্ড কে ?
উঃ- হর্ষঙ্ক বংশের রাজা।
৩৩৮। 'কথাসরিৎসাগর' গ্রন্থটি
কার রচনা ?
উঃ- সোমদেব ভট্টের।
৩৩৯। 'উগ্রসেনা' নামে
কে পরিচিত ?
উঃ- মহাপদ্মনন্দ।
৩৪০। ভারতে আলেকজান্ডারের
শেষ রাজ্য জয় কোনটি ?
উঃ- পাতাল নগরী।
৩৪১। আলেকজান্ডারের কত
খ্রীষ্টপূর্বাব্দে মৃত্যু হয় ?
উঃ- ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে।
৩৪২। আলেকজান্ডারের কোথায়
মৃত্যু হয় ?
উঃ- ব্যাবিলনে।
৩৪৩। নন্দবংশ ধ্বংস করতে
চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশী সম্রাটের সাহায্য প্রার্থনা করেন ?
উঃ- গ্রীক সম্রাট আলেকজান্ডারের।
৩৪৪। কোন গ্রিক শাসক
চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হন ?
উঃ- গ্রিক সম্রাট সেলুকাস।
৩৪৫। সেলুকাস কে ?
উঃ- গ্রীকবীর আলেকজান্ডারের
সেনাপতি।
৩৪৬। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা
কে ?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য।
৩৪৭। চন্দ্রগুপ্ত মৌর্যের
শাসনকালে কোন গ্রীক দূত ভারতে আসেন ?
উঃ- মেগাস্থিনিস।
৩৪৮। মেগাস্থিনিস কে
?
উঃ- গ্রীক বীর সেলুকাসের
দূত।
৩৪৯। মেগাস্থিনিসের লেখা
গ্রন্থের নাম কি ?
উঃ- ইন্ডিকা।
৩৫০। চন্দ্রগুপ্ত মৌর্য
শেষজীবনে কোন ধর্মগ্রহণ করেন ?
উঃ- জৈনধর্ম।
৩৫১। চন্দ্রগুপ্ত মৌর্য
কোথায় দেহত্যাগ করেন ?
উঃ- শ্রবণবেলগোলায়।
৩৫২। চন্দ্রগুপ্ত মৌর্যের
পর মগধের সিংহাসনে কে বসেন ?
উঃ- বিন্দুসার।
৩৫৩। বিন্দুসার মগধের
সিংহাসনে কখন বসেন ?
উঃ- ৩০০ খ্রিস্টপূর্বাব্দে।
৩৫৪। বিন্দুসার কি উপাধি
ধারণ করেন ?
উঃ- অমিত্রঘাত।
৩৫৫। বিন্দুসার কে ?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্যের
পুত্র।
৩৫৬। অশোক কত খ্রিস্টাব্দে
সিংহাসনে আরোহন করেন ?
উঃ- খ্রিস্টপূর্বাব্দ
২৭৩ অব্দে।
৩৫৭। অশোকের রাজ্যভিষেক
কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে।
৩৫৮। কখন কলিঙ্গ যুদ্ধ
হয়?
উঃ- ২৬০খ্রিস্টপূর্বাব্দে
(মতান্তরে ২৬১)।
৩৫৯। ত্রিপিটক শব্দের
অর্থ কি ?
উঃ- ঝাঁপি।
৩৬০। শেষ মৌর্য সম্রাট
কে ?
উঃ- বৃহদ্রথ।
৩৬১। তৃতীয় বৌদ্ধ সংগীতি
কার রাজত্বকালে হয় ?
উঃ- অশোকের।
৩৬২। 'সব মানুষই আমার
সন্তান'- এই উক্তিটি কার ?
উঃ- সম্রাট অশোকের।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here