Latest

Saturday, January 22, 2022

Histrory General Knowladge Part - 17 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ১৭ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 17 

Histrory General Knowladge Part - 17
Histrory General Knowladge


আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 17 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ১৭ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৩১১। অজাতশত্রুর প্রধান মন্ত্রী কে ছিলেন ?

উঃ- বসসাকর।

৩১২। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- শিশুনাগ।

৩১৩। শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ?

উঃ- নাগ দাসকে।

৩১৪। শিশুনাগ বংশের শেষ রাজা কে ?

উঃ- কালাশোক বা কাকবর্ণ।

৩১৫। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ?

উঃ- মহাপদ্মনন্দ।

৩১৬। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- মহাপদ্মনন্দ।

৩১৭। মহাপদ্মনন্দ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ?

উঃ- কালাশোককে।

৩১৮। কোন নন্দরাজ 'দ্বিতীয় পরশুরাম' উপাধি গ্রহণ করেছিলেন ?

উঃ- মহাপদ্মনন্দ।

৩১৯। নন্দবংশের সবচেয়ে অত্যাচারী রাজা কে ?

উঃ- ধননন্দ।

৩২০। নন্দবংশের শেষ রাজা কে ?

উঃ- ধননন্দ।

৩২১। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন ?

উঃ- খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।

৩২২। আলেকজান্ডারের ভারত আক্রমণ কালে মগধের রাজা কে ছিলেন ?

উঃ- ধননন্দ।

৩২৩। নন্দ বংশের মোট কতজন রাজা রাজত্ব করেন ?

উঃ- আটজন।

৩২৪। নন্দবংশ কে ধ্বংস করেন

উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য।

৩২৫। চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা কে ছিলেন ?

উঃ- কৌটিল্য ও চাণক্য।

৩২৬। বিষ্ণুগুপ্ত কে ?

উঃ- চাণক্যের অপর নাম বিষ্ণুগুপ্ত।

৩২৭। কৌটিল্যের লেখা গ্রন্থের নাম কি ?

উঃ- অর্থশাস্ত্র।

৩২৮। অর্থশাস্ত্র কি ধরনের বই ?

উঃ- রাষ্ট্রবিজ্ঞান।

৩২৯। নন্দবংশকে ধ্বংস করতে কে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেন ?

উঃ- কৌটিল্য।

৩৩০। চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহন করেন ?

উঃ- ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে।

৩৩১। ‘সর্বক্ষত্রিয়চ্ছেত্তা’ উপাধি কে ধারণ করেন ?

উঃ- মহাপদ্মনন্দ।

৩৩২। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?

উঃ- মহাপদ্মনন্দকে।

৩৩৩। কোন যুদ্ধের পর অশোক রাজ্যজয় নীতি ত্যাগ করেন ?

উঃ- কলিঙ্গ যুদ্ধ।

৩৩৪। কোন বৌদ্ধ সন্ন্যাসির কাছে অশোক বৌদ্ধধর্মে  দীক্ষিত হন ?

উঃ- উপগুপ্ত।

৩৩৫। মৌর্য বংশের শেষ শক্তিশালী রাজা কে ?

উঃ- অশোক।



আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here


To Know More About Indian History Click Here