Latest

Saturday, January 22, 2022

Life Science Rokto o Songbohon Part - 4 ।। জীবন বিজ্ঞান রক্ত ও সংবহন পর্ব - ৪

 Life Science Rokto o Songbohon Part - 4

Life Science Rokto o Songbohon Part - 4
Life Science Rokto o Songbohon

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Rokto o Songbohon Part - 4 ।। জীবন বিজ্ঞান রক্ত ও সংবহন পর্ব - ৪ ।

বন্ধুরা জীবন বিজ্ঞানের রক্ত ও সংবহন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

৫১) জল সংবহনতন্ত্র কোন প্রাণীদের দেখা যায় ?

উঃ- তারা মাছের (একাইনোডার্মাটা পর্বের) ।

৫২) আরশোলার প্রকোষ্ঠে অবস্থিত ছিদ্রগুলিকে কি বলে ?

উঃ- অস্টিয়া ।

৫৩) সংবহনতন্ত্র বিহীন দুটি বহুকোশী প্রাণীর নাম কি ?

উঃ-  স্পঞ্জ ও হাইড্রা ।

৫৪) EDTA - এর পুরো নাম কি ?

উঃ- ইথিলিন ডাই-অ্যামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড।

৫৫) কোন স্তন্যপায়ী প্রাণীর রক্তের লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত ?

উঃ- উট ।

৫৬) কোন প্রাণীর দেহে লসিকা হৃদপিণ্ড থাকে ?

উঃ- ব্যাঙ ।

৫৭) প্রাপ্তবয়স্ক সুস্থ লোকের নিউট্রোফিলের শতকরা পরিমাণ কত ?

উঃ- ৬৫-৭০% ।

৫৮) PMA - এর পুরো নাম কি ?

উঃ- ফিনাইল মারকিউরিক অ্যাসিটেট (এটি একটি বাষ্পমোচন প্রতিরোধী বস্তু) ।

৫৯) মানুষের হৃৎপিণ্ডের  কোন প্রকোষ্ঠে ফুসফুসীয় শিরা উন্মুক্ত হয় ?

উঃ- বাম অলিন্দ ।

৬০) মানবদেহে রক্ত সংবহনের আবিষ্কারক কে ?

উঃ- ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভে ।

৬১) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কোন যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় ?

উঃ- স্যালির হিমোগ্লোবিনোমিটার ।

৬২) প্রধান লসিকা বাহ থেকে লসিকা কোন শিরার মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ?

উঃ- সাবক্লেভিয়ান শিরা ।

৬৩) অ্যান্টিজেন কোথায় থাকে ?

উঃ- লোহিত কণিকায় ।

৬৪) রক্ত তঞ্চনের পর তঞ্চিত রক্ত থেকে যে জলীয় রস নিঃসৃত হয় তাকে কি বলে ?

উঃ- সিরাম ।

৬৫) রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে ?

উঃ- হিমোসিল ।


আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।