Daily Bengali Current Affairs 17th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই এপ্রিল ২০২৫
Daily Bengali Current Affairs 17th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 17th April 2025
১। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী e-SEHAT অ্যাপ চালু করেছেন ?
(ক) রাজস্থান
(খ) গুজরাট
(গ) জম্মু -কাশ্মীর
(ঘ) উত্তরপ্রদেশ ।
২। সম্প্রতি ‘বিশ্ব
কণ্ঠ দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) ১১ই এপ্রিল
(খ) ১২ই এপ্রিল
(গ) ১৬ই এপ্রিল
(ঘ) ১৪ই এপ্রিল ।
৩। সম্প্রতি
প্রবীণ পরদেশী কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্ত
হয়েছেন ?
(ক) বিহার
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) কোনটিই নয়
।
৪। সম্প্রতি
15তম হকি ইন্ডিয়া সিনিয়র মেনস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন রাজ্য ?
(ক) ঝাড়খণ্ড
(খ) বিহার
(গ) পাঞ্জাব
(ঘ)
পশ্চিমবঙ্গ ।
৫। রঞ্জিত নায়ার সম্প্রতি মারা গেছেন, তিনি
কে ছিলেন ?
(ক) ভারতীয় দার্শনিক
(খ) সাংবাদিক
(গ) গায়ক
(ঘ) লেখক ।
৬। কোন IIT সম্প্রতি সেমিকন্ডাক্টর গবেষণা প্রচারের
জন্য মাইক্রোন প্রযুক্তির সাথে অংশীদারিত্ব করেছে ?
(ক) IIT খড়গপুর
(খ) IIT পাটনা
(গ) IIT মুম্বাই
(ঘ) IIT দিল্লী ।
৭। সাম্প্রতিক সময়ে আর্থিক বছর 2024-25 ভারতে রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ?
(ক) ৬.৫ শতাংশ
(খ) ৫ শতাংশ
(গ) ৫.৫ শতাংশ
(ঘ) ৬
শতাংশ ।
৮। সম্প্রতি
ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) আরমেন্দ্র খান্না
(খ) বিনয় কোয়াত্রা
(গ) ভূষণ রামকৃষ্ণ গাভাই
(ঘ) এদের কেউ নয় ।
৯। সম্প্রতি
কোথায় ডিফেন্স লিটারেচার ফেস্টিভ্যাল ‘কালাম
অর কবচ 2.0’ আয়োজন করা হয়েছে ?
(ক) পুনে
(খ) মুম্বাই
(গ) নয়া দিল্লী
(ঘ) ব্যাঙ্গালোর ।
১০। সম্প্রতি
TCS-এর নতুন নির্বাহী পরিচালক, প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) নিধি তিওয়ারি
(খ) আরতি সুব্রামানিয়ান
(গ) পুনম গুপ্তা
(ঘ) প্রভা সিং ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।