Latest

Wednesday, March 30, 2022

ভারতীয় সংবিধানের গঠন ।। Formation of Indian Constitution ।। Free PDF Downlaod

 Formation of Indian Constitution



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতীয় সংবিধানের গঠন ।। Formation of Indian Constitution ।। Free PDF Downlaod

আশা করছি এই তথ্য তোমাদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাজে আসবে । তাই দেখে নাও এবং প্রয়োজনে নীচের লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দাও ।

ভারতীয় সংবিধান

 

সংবিধানের গঠনঃ

v ১৯৩৪ সালে সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন এম. এন. রায় (ভারতের বামপন্থী আন্দোলনের একজন পুরোধা পুরুষ) ।

v ১৯৩৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সংবিধান রচনার দাবি তোলে

v ভারতের বর্তমান সংবিধান ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে ১৬ই মে, ১৯৪৬ সালে ভারতের গণপরিষদ (সংবিধান সভা) গঠিত হয়েছিল ।

 

গণপরিষদের গঠনতন্ত্র (Composition of Constituent Assembly)

Ø গণপরিষদ ৩৮৯ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল যার মধ্যে ২৯২ জন সদস্যকে ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রাদেশিক আইনসভায় যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই আইনসভার নির্বাচিত সদস্যগণ নির্বাচিত করেন এবং ৯৩ জন সদস্য দেশীয় রাজন্যবর্গ দ্বারা মনোনীত হয়েছিলেন । দিল্লি, আজমির-মাড়ওয়ার, কুর্গ ব্রিটিশ বালুচিস্তান - এই চারটি মুখ্য কমিশনারস প্রদেশের প্রতিটি থেকে একজন করে প্রতিনিধিও এই সদস্য দলে যোগদান করেছিলেন

Ø প্রত্যেক প্রদেশ এবং প্রত্যেক ভারতীয় রাজ্য রাজ্যসমষ্টির মধ্যে তাদের জনসংখ্যার অনুপাত অনুযায়ী (প্রতি 10 লক্ষ্যে একটি) মোট আসন বন্টন করা হয়েছিল

Ø প্রত্যেক প্রদেশের আসনগুলি সাধারণ, মুসলিম শিখ - এই তিনটি মুখ্য সম্প্রদায়ের মধ্যে তাদের জনসংখ্যার অনুপাতে বন্টন করা হয়েছিল

Ø প্রাদেশিক আইনসভায় প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতির মাধ্যমে একক হস্তান্তরযোগ্য ভোটের দ্বারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছিলেন

Ø ভারতীয় রাজ্যগুলি প্রতিনিধি নির্বাচন আলোচনার মাধ্যমে স্থির করা হবে এরূপ সিদ্ধান্ত হয়েছিল

Ø কিন্তু যখন মুসলিম লীগ ভারতের গণপরিষদ থেকে তাদের সদস্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এবং পাকিস্তানের জন্য স্বতন্ত্র গণপরিষদ গঠন করা হবে বলে ১৬ই জুলাই ১৯৪৭ সালে স্থির হয়, তখন ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২৯৯ যার মধ্যে ২২৯ জন প্রদেশ থেকে এবং ৭০ জন দেশীয় রাজন্যবর্গ দ্বারা মনোনীত হয়েছিলেন ।

 

সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি (Drafting Committee)

ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করার দায়িত্ব দিয়ে সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি ২৯শে আগস্ট, ১৯৪৭ সালে তৈরি হয়, যা ১৯৪৭ সালের জুলাই মাস থেকে ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গণপরিষদের কর্মাবকাশের মধ্যে গঠিত হয়েছিল । এর সদস্যগণ ছিলেন –

(১) ডঃ বি. আর. আম্বেদকর (সভাপতি) ।

(২) এন. গোপাল স্বামী আয়েঙ্গার ।

(৩) আল্লাদী কৃষ্ণস্বামী আইয়ার (প্রখ্যাত আইনজ্ঞ) ।

(৪) কে. এম. মুন্সী (প্রখ্যাত আইনজ্ঞ) ।

(৫) সঈদ মহম্মদ সাইদুল্লা

(৬) এন. মাধবরাও (বি. এল. মিত্র-র পরিবর্তে, ১৯৪৮ সালে খৈতানের মৃত্যুর পর) ।

 

 

গণপরিষদের কার্য প্রক্রিয়া (Function of the Constituent Assembly)   

v বি. এন. রাও কে গণপরিষদের আইনগত উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়

v ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয় সেখানে ডঃ সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন । ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন

v সংবিধান রচনার জন্য গণপরিষদের ১৩টি কমিটির তৈরি হয়েছিল । গুরুত্বপূর্ণ কমিটিগুলি ছিলঃ-

কমিটি চেয়ারম্যান
কেন্দ্রীয় ক্ষমতা সমিতি জওহরলাল নেহেরু
মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতি ভি. বি. প্যাটেল
সংবিধান সমিতি ভি. বি. প্যাটেল
কেন্দ্রীয় সংবিধান সমিতি জওহরলাল নেহেরু
খসড়া সমিতি বি. আর. আম্বেদকর
পতাকা বিষয়ক সমিতি জে. বি. কৃপালনী
পরিচালনা সমিতি কে. এম. মুন্সী

v এই সমস্ত সমিতি তাদের রিপোর্ট পেশ করার পর সে গুলি বিস্তারিতভাবে গণপরিষদ বা সংবিধান সভায় আলোচিত হয়েছিল ।



আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।