Latest

Wednesday, February 9, 2022

Computer GK in Bengali PDF Part - 1 ।। কম্পিউটার জেনারেল নলেজ পর্ব - ১

 Computer GK in Bengali PDF Part - 1

Computer GK in Bengali PDF Part - 1


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Computer GK in Bengali PDF Part - 1 ।। কম্পিউটার জেনারেল নলেজ পর্ব - ১

দেরি না করে কম্পিউটার থেকে কিছু সাধারণ জ্ঞান পড়ে নাও বা জেনে নাও -

১। কম্পিউটার কি ?

উঃ এটি হলো ইলেকট্রিক চালিত যন্ত্র যার দ্বারা নানান বিষয়ে কাজ খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় ।

২। কত রকমের কম্পিউটার আছে ?

উঃ প্রধানত চার রকমের ।

৩। প্রত্যেকটি কম্পিউটারের নাম কি কি ?

উঃ (i) পার্সোনাল কম্পিউটার  (ii) মিনি কম্পিউটার  (iii) সুপার ফ্রেম কম্পিউটার ও  (iv) মেন ফ্রেম কম্পিউটার ।

৪। প্রত্যেকটি কম্পিউটারের বিশেষত্ব কি ?

(i) পার্সোনাল কম্পিউটার - পার্সোনাল কম্পিউটার সাধারণত অল্প ক্ষমতা সম্পন্ন হয় । এর সাহায্যে খুব বেশি কাজ না হলেও খুব কম হয় না । এটি একজন মাত্র চালাতে পারবেন ।

(ii) মিনি কম্পিউটার - মিনি কম্পিউটার এর ক্ষমতা পার্সোনাল কম্পিউটার থেকে বেশি । এখানে অনেক টার্মিনালে একসঙ্গে অনেক লোক কাজ করতে পারেন ।

(iii) সুপার ফ্রেম কম্পিউটার - সুপার ফ্রেম কম্পিউটার অনেক ক্ষমতা সম্পন্ন, এখানে একসঙ্গে অনেক রকম কাজ হতে পারে । অনেকে একসঙ্গে টার্মিনালের মাধ্যমে কাজ করতে পারেন । এটি সাধারণত বড় বড় কারখানা অফিস ইত্যাদি জায়গায় বসানো হয় ।

(iv) মেন ফ্রেম কম্পিউটার - মেন ফ্রেম কম্পিউটার উপরিউক্ত কম্পিউটারের চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, নানান রকম আরো অনেক বেশি কাজ করা যায় ।

৫। পার্সোনাল কম্পিউটারের কয়টি ভাগ ও কি কি ?

উঃ দুইটি ভাগ । যথা – পি. সি. এ. টি ও পি. সি. এক্স. টি ।

৬। পি. সি. এ. টি ও পি. সি. এক্স. টি এর মধ্যে বিশেষ পার্থক্য কি ?

উঃ শুধুমাত্র ক্ষমতার পার্থক্য যেমন পি. সি. এ. টি এর ক্ষমতা হলো ৬৪০ কিলোবাইট । পি. সি. এক্স. টি এর ক্ষমতা ৩৬০ কিলোবাইট ।

৭। পি. সি (পার্সোনাল কম্পিউটার) এর কয়টি ভাগ ?

উঃ চারটি ভাগ । যথা – (ক) ভি. ডি. ইউ, (খ) সি. পি. ইউ (গ) কী বোর্ড (ঘ) প্রিন্টার ।

৮। ভি. ডি. ইউ কি ?

উঃ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট , যার ওপরে লেখা ভেসে ওঠে । অনেকে আবার এটাকে মনিটর বলে ।

৯। সি. পি. ইউ কি ?

উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট । যেকোনো তথ্য রাখা সমাধান করা আলাদা করা ইত্যাদি অনেক রকম কাজ করে ।

১০।  কি বোর্ড কি ?

উঃ এটা অনেকটা টাইপরাইটার মেশিনের মত, এর সাহায্যে তথ্য মনিটর ও সি. পি. ইউ তে পাঠানো হয় ।

১১। প্রিন্টার কি ?

উঃ সি পি ইউ এ নানান বিষয়ের যেসব সমাধান হয় তা প্রিন্টার অর্থাৎ মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বিশেষ ধরনের কাগজের ওপর ছেপে বেরিয়ে আসে ।

১২। ফ্লপি কি ?

উঃ গ্রামোফোনের রেকর্ডের মতো সাড়ে তিন ইঞ্চি ডায়ামিটার বিশিষ্ট একটি ডিস্ক, যার মধ্যে বিভিন্ন ভাগ করা আছে । এই ডিস্কের অল্প জায়গা ছাড়া সবই ঢাকা থাকে । এর মধ্যে সি. পি. ইউ এর নানা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, আলাদা করে রক্ষা করা হয় ।

১৩। ফ্লপি কত রকমের হয় ?

উঃ দুই রকমের ।

১৪। ফ্লপিদের নাম কি ?

উঃ ডবল ডেনসিটি ফ্লপি এবং হাই ডেনসিটি ফ্লপি ।

১৫। কোন ফ্লপি কোন পিসিতে লাগে ?

উঃ ডবল ডেনসিটি ফ্লপি পি. সি. এক্স. টি ও পি. সি. এ. টিতে লাগে কিন্তু হাই ডেনসিটি ফ্লপি শুধুমাত্র পি. সি. এ. টিতে লাগে ।

 ১৬। ফ্লপি ড্রাইভ কাকে বলে ?

উঃ পি. সি এর সি. পি. ইউ এর গায়ে একটা বা দুটো সরু ও লম্বা ফাঁকা জায়গা আছে । সেই ফাঁকা জায়গায় ফ্লপি ঢুকিয়ে সি. পি. ইউ এর তথ্য সংগ্রহ করা হয় । এগুলোর অবস্থান সাধারণত সি.পি.ইউ এর ডান দিকে থাকে ।

১৭। “রাইট প্রটেক্টর নোচ” কাকে বলে ?

উঃ ফ্লপির ডান দিকের ধারে যে অংশ কাটা থাকে সেটাকে ‘ওক’ বিশেষ ধরনের আঠা যুক্ত কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় ।

১৮। ফ্লপি কোথায় রাখা হয় ?

উঃ ফ্লপি- ফ্লপিবাক্সে রাখা হয়।

১৯। স্নুল কাকে বলে ?

উঃ সিনেমার রিলের মত ফিল্মের সাহায্যে ম্যাগনাম ইত্যাদি মিনি কম্পিউটারের তথ্য সংগ্রহ করা হয় । এখানে ফ্লপির চেয়ে বেশি তথ্য রাখা যায় ।

২০। কার্টিজ কাকে বলে ?

উঃ মিনি কম্পিউটারের তথ্য রচনা একটি আধার বিশেষ । এটি স্নুলের চেয়ে কম তথ্য রাখা যায় । এটিও টেপ রেকর্ডারের টেপে এর মত সরু ফিল্মে তথ্য রাখা যায়।

২১। পি. সি. তে কতজন মানুষ একসঙ্গে কাজ করতে পারে ?

উঃ পি. সি. তে একজন মাত্র কাজ করতে পারে ।

২২। পি. সি. এর প্রিন্টার এক সঙ্গে কত লোক ব্যাবহার করতে পারে ?

উঃ একজন মাত্র ।

২৩। মিনি কম্পিউটারে একসঙ্গে কটি প্রিন্টার লাগানো যায় ?

উঃ একাধিক ।

২৪। মিনি কম্পিউটার প্রিন্টার একসঙ্গে কতজন ব্যবহার করতে পারে ?

উঃ একাধিকজন ।

২৫। টার্মিনাল কাকে বলে ?

উঃ ছোট টিভির মতো বাক্স । এর সঙ্গে মিনি কম্পিউটার এর যোগাযোগ থাকে । এই যন্ত্রের যা কাজ হয় তা মিনি কম্পিউটারে সঞ্চিত হয় । দরকার হলে আবার এই যন্ত্রের কাছে ফিরিয়ে এনে দেখা যায় ।

২৬। টার্মিনালের সঙ্গে আর কি থাকে ?

উঃ কিবোর্ড ।

২৭। টার্মিনালের লেখা তথ্য কোথায় জমা হয় ?

উঃ মিনি কম্পিউটারের সংরক্ষিত স্থান অর্থাৎ হার্ডডিস্কে ।

২৮। টার্মিনালের সাহয্যে প্রিন্ট করা যায় কি ?

উঃ হ্যাঁ ।

২৯। টার্মিনালের সাহয্যে কিভাবে প্রিন্ট করা যায় ?

উঃ টার্মিনালে প্রিন্টের কমান্ড দিলে মিনি কম্পিউটারের হার্ডডিস্ক থেকে তথ্য প্রিন্টারের মাধ্যমে মুদ্রণ হয় ।

৩০। একই সময়ে একাধিক টার্মিনাল থেকে প্রিন্টিংয়ের কম্যান্ড দিলে মুদ্রণ সম্ভব কি ?

উঃ হ্যাঁ ।



আজকের Computer GK in Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Click Here