Latest

Saturday, January 3, 2026

Daily Current Affairs 3rd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩রা জানুয়ারি ২০২৬

 Daily  Current Affairs 3rd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩রা জানুয়ারি ২০২৬

Daily  Current Affairs 3rd January 2026

Daily  Current Affairs 3rd January 2026

নমস্কার, বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily  Current Affairs 3rd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩রা জানুয়ারি ২০২৬।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily  Current Affairs 3rd January 2026
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি, ৬৯ বছর পর, কোন দেশের বেজিমিয়ান্নি আগ্নেয়গিরিঅগ্ন্যুৎপাত করেছে ?

(ক) ফ্রান্স     

(খ) জাপান    

(গ) রাশিয়া   

(ঘ) চীন


২। সম্প্রতি কবে বিশ্ব অন্তর্মুখী দিবসপালিত হয়েছে ?

(ক) ৩রা জানুয়ারি  

(খ) ৩১শে ডিসেম্বর   

(গ) ২রা জানুয়ারি   

()  কোনটিই নয়


৩। সম্প্রতি কোথায় পাবলিক ট্রাস্ট বিল ২০২৬ অনুমোদিত হয়েছে ?

(ক) কেরল    

(খ) গোয়া   

(গ) দিল্লী   

(ঘ) কলকাতা


৪। সম্প্রতি ১৪তম ফুল প্রদর্শনী কোথায় আয়োজন করা হয়েছে ?

(ক) মুম্বাই     

(খ) নিউ দিল্লী   

(গ) আহমেদাবাদ    

(ঘ) পুনে


৫। সম্প্রতি কে BRO-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

(ক) হরপাল সিং   

(খ) রবি রঞ্জন    

(গ) শাশ্বত শর্মা    

(ঘ) এদের কেউ নয়


৬। সম্প্রতি মমাদি দৌম্বুয়া কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন ?

(ক) ইউক্রেন   

(খ) স্লোভাকিয়া   

(গ) গিনি   

(ঘ) পোল্যান্ড


৭। সম্প্রতি কে IAF এর প্রশিক্ষণ কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

(ক) নাগেশ কাপুর   

(খ) রাকেশ আগরওয়াল   

(গ) এস শ্রীনিবাস   

(ঘ) এদের কেউ নয়


৮। সম্প্রতি জাল্লিকাট্টু ২০২৬ কোথায় শুরু হয়েছে ?

(ক) কর্ণাটক   

() কেরালা    

(গ) তামিলনাড়ু   

(ঘ) কোনটিই নয়


৯। সম্প্রতি কোন রাজ্য তার সমস্ত নগর পৌর কর্পোরেশনে ১০০% স্মার্ট গ্রিড কভারেজ অর্জনকারী প্রথম প্রধান রাজ্য হয়ে উঠেছে?

(ক) রাজস্থান   

(খ) মধ্যপ্রদেশ    

(গ) উত্তরপ্রদেশ   

(ঘ) পশ্চিমবঙ্গ


১০। সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(ক) আগরওয়াল   
(খ) শের্ড মেরিন   
(গ) নিতিন গর্গ   
(ঘ) অজয় কুমার শুক্লা

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।