Latest

Friday, January 2, 2026

Daily Current Affairs 2nd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২রা জানুয়ারি ২০২৬

 Daily  Current Affairs 2nd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২রা জানুয়ারি ২০২৬

Daily  Current Affairs 2nd January 2026

Daily  Current Affairs 2nd January 2026

নমস্কার, বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily  Current Affairs 2nd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২রা জানুয়ারি ২০২৬

তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily  Current Affairs 2nd January 2026
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোন দেশ ইউরোকে তার সরকারী মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?

(ক) পোল্যান্ড     

(খ) রাশিয়া    

(গ) বুলগেরিয়া   

(ঘ) চীন


২। সম্প্রতি কবে বিশ্ব পরিবার দিবসপালিত হয়েছে ?

(ক) ২রা জানুয়ারি  

(খ) ৩০শে ডিসেম্বর   

(গ) ১লা জানুয়ারি   

()  কোনটিই নয়


৩। সম্প্রতি জার্মানি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জন্য G7 এর সভাপতিত্বর দায়িত্ব কোন দেশ কে দিয়েছে?

(ক) ভারত    

(খ) ফ্রান্স   

(গ) ইটালী   

(ঘ) জাপান


৪। সম্প্রতি, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন গুয়াহাটি এবং কোন শহরের মধ্যে চলাচল করছে ?

(ক) মুম্বাই     

(খ) দিল্লী   

(গ) কোলকাতা     

(ঘ) পুনে


৫। সম্প্রতি ০১ জানুয়ারী ২০২৬ তারিখে DRDO-এর কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?

(ক) ৬৮ তম   

(খ) ৬২ তম    

(গ) ৬৫ তম    

(ঘ) এদের কেউ নয়


৬। রাশিয়া সম্প্রতি কোথায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে?


(ক) ইউক্রেন   

(খ) স্লোভাকিয়া   

(গ) বেলারুশ   

(ঘ) কোনটিই নয়


৭। সম্প্রতি কোন সংস্থা দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই চালু করার ঘোষণা দিয়েছেন ?


(ক) VI   

(খ) Airtel   

(গ) BSNL   

(ঘ) JIO


৮। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কে শপথ গ্রহণ করেছেন ?

(ক) ব্র্যান্ডন নেলসন   

() হেনরিক ব্রাউন    

(গ) জোহরান মামদানি   

(ঘ) কোনটিই নয়


৯। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপ-বিমান প্রধানের পদ কে গ্রহণ করেছেন ?

(ক) অজয় কুমার শুক্লা   

(খ) এস আইয়ার    

(গ) নাগেশ কাপুর   

(ঘ) দেবেন্দ্র কুমার শর্মা


১০। সম্প্রতি হুন্ডাই মোটর ইন্ডিয়ার MD এবং CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(ক) আগরওয়াল   

(খ) তরুণ গর্গ    

(গ) নিতিন গর্গ  

(ঘ) পরাগ যোশী



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here