Daily Current Affairs 2nd January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২রা জানুয়ারি ২০২৬
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি কোন দেশ ইউরোকে তার সরকারী মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?
(ক) পোল্যান্ড
(খ) রাশিয়া
(গ) বুলগেরিয়া
(ঘ) চীন ।
২। সম্প্রতি
কবে “বিশ্ব পরিবার দিবস” পালিত হয়েছে ?
(ক) ২রা জানুয়ারি
(খ) ৩০শে ডিসেম্বর
(গ) ১লা জানুয়ারি
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি
জার্মানি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জন্য G7 এর
সভাপতিত্বর দায়িত্ব কোন দেশ কে দিয়েছে?
(ক) ভারত
(খ) ফ্রান্স
(গ) ইটালী
(ঘ) জাপান ।
৪। সম্প্রতি, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন গুয়াহাটি এবং কোন শহরের মধ্যে চলাচল
করছে ?
(ক) মুম্বাই
(খ) দিল্লী
(গ) কোলকাতা
(ঘ) পুনে ।
৫। সম্প্রতি ০১ জানুয়ারী ২০২৬ তারিখে DRDO-এর কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?
(ক) ৬৮ তম
(খ) ৬২ তম
(গ) ৬৫ তম
(ঘ) এদের কেউ নয়
।
৬। রাশিয়া
সম্প্রতি কোথায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
মোতায়েন করেছে?
(ক) ইউক্রেন
(খ) স্লোভাকিয়া
(গ) বেলারুশ
(ঘ) কোনটিই
নয় ।
৭। সম্প্রতি কোন সংস্থা দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই চালু করার
ঘোষণা দিয়েছেন ?
(ক) VI
(খ) Airtel
(গ) BSNL
(ঘ) JIO ।
৮। সম্প্রতি
নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কে শপথ গ্রহণ করেছেন ?
(ক) ব্র্যান্ডন নেলসন
(খ) হেনরিক ব্রাউন
(গ) জোহরান মামদানি
(ঘ) কোনটিই নয় ।
৯। সম্প্রতি
ভারতীয় বিমান বাহিনীর উপ-বিমান প্রধানের পদ কে গ্রহণ করেছেন ?
(ক) অজয় কুমার শুক্লা
(খ) এস আইয়ার
(গ) নাগেশ কাপুর
(ঘ) দেবেন্দ্র কুমার শর্মা ।
১০। সম্প্রতি
হুন্ডাই মোটর ইন্ডিয়ার MD এবং CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(ক) লব আগরওয়াল
(খ) তরুণ গর্গ
(গ) নিতিন গর্গ
(ঘ) পরাগ যোশী ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।
