Daily Current Affairs 15th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জানুয়ারি ২০২৬
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। কোন পাঞ্জাবি গায়ক সম্প্রতি মহিলাদের নিরাপত্তা জোরদার
করার জন্য Friendo App চালু করেছেন?
(ক) মিস পূজা
(খ) জাসসি গিল
(গ) কাকা
(ঘ) কেউ নয় ।
২। হাট্টি
উপজাতি সম্প্রতি কোন রাজ্যে “বোদা উৎসব” শুরু
করেছে?
(ক) ওড়িশা
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৩। কোন রাজ্য
সরকার সম্প্রতি নারী ও নাবালিকা মেয়েদের নিরাপত্তার জন্য “আক্কা
পড়ে প্রকল্প”(Akka Pade Project) অনুমোদন করেছে?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মহারাষ্ট্র
(গ) কর্ণাটক
(ঘ) গুজরাট ।
৪। সম্প্রতি
১৬তম ADMM-Plus সন্ত্রাসবিরোধী বৈঠকে কে সভাপতিত্ব করবেন?
(ক) ভারত
(খ) মালয়েশিয়া
(গ) উপরের উভয়
(ঘ) এদের কেউ নয়।
৫। সম্প্রতি ২০২৬ সালের মহিলা হকি বিশ্বকাপ
বাছাইপর্ব কে আয়োজন করবে?
(ক) হায়দ্রাবাদ
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) আহমেদাবাদ
।
৬। সম্প্রতি
ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন ২০২৬ কোথায় শুরু হয়েছে?
(ক) চেন্নাই
(খ) মুম্বাই
(গ) নয়া দিল্লী
(ঘ) কলকাতা ।
৭। সম্প্রতি, “বামনবাস কাঁকর পঞ্চায়েত”কে কোন রাজ্যের প্রথম সম্পূর্ণ জৈব গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে?
(ক) উত্তরাখণ্ড
(খ) ওড়িশা
(গ) রাজস্থান
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। সম্প্রতি
কোন রাজ্যে “মকরবিলাক্কু” উৎসব পালিত হয়েছে?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কর্ণাটক
(গ) কেরল
(ঘ)
রাজস্থান ।
৯। কোন দেশ
সম্প্রতি ৭টি জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার সাথে তাৎক্ষণিকভাবে সম্পর্ক
ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে?
(ক) ইতালি
(খ) ফ্রান্স
(গ) ইজরায়েল
(ঘ) চীন ।
১০। সম্প্রতি
প্রকাশিত হেনলে পাসপোর্ট সূচক ২০২৬-এ কোন দেশ শীর্ষে আছে?
(ক) দক্ষিণ কোরিয়া
(খ) সিঙ্গাপুর
(গ) জাপান
(ঘ) ইংল্যান্ড ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।
