Latest

Monday, March 17, 2025

Daily Bengali Current Affairs 17th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই মার্চ ২০২৫

 Daily Bengali Current Affairs 17th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই মার্চ ২০২৫


Daily Bengali Current Affairs 17th March 2025

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 17th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই মার্চ ২০২৫

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 17th March 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোন রাজ্য সরকার ঐতিহ্যবাহী ভবনগুলিকে হোটেল হিসাবে গড়ে তুলবার সিদ্ধান্ত নিয়েছে ?

(ক) পশ্চিমবঙ্গ    

(খ) গুজরাট     

(গ) উত্তরপ্রদেশ    

(ঘ) মধ্যপ্রদেশ


২। সম্প্রতি জাতীয় টিকা দিবসকবে পালিত হয়েছে ?


(ক) ১৪ই মার্চ   

(খ) ১৭ই মার্চ   

(গ) ১৬ই মার্চ   

()  কোনটিই নয়


৩। সম্প্রতি কোন IIT বিশ্বের দীর্ঘতম “Hyperloop Tube” তৈরি করেছে ?


(ক) IIT দিল্লি 

(খ) IIT মুম্বাই  

(গ) IIT মাদ্রাজ  

(ঘ) কোনটিই নয়


৪। সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমসে ভারত কটি পদক জিতেছে?


(ক) ৩৫ টি   

(খ) ৪০ টি   

(গ) ৩৩ টি   

(ঘ) ৫২ টি


৫। সম্প্রতি, আমেরিকা কোন দেশকে ভ্রমণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য অন্যান্য ১১টি দেশের সাথে চুক্তি করে “লাল তালিকায় রেখেছে ?


 (ক)ভূটান  

(খ) জার্মানি   

(গ) ভারত     

(ঘ) অস্ট্রেলিয়া  


৬। রমাকান্ত রথ সম্প্রতি মারা গেছেন তিনি কে ছিলেন ?


(ক) লেখক   

(খ) গায়ক  

(গ) সাংবাদিক  

(ঘ) কবি


৭। সম্প্রতি কে জামন লাল শর্মা পুরস্কারে ভূষিত হয়েছেন ?


(ক) নীতি আয়োগ    

(খ) BEL    

(গ) প্রসার ভারতী    

(ঘ) RBI 


৮। কোন রাজ্য সম্প্রতি প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ?


(ক) পশ্চিমবঙ্গ   

() গুজরাট    

(গ) মহারাষ্ট্র   

(ঘ) রাজস্থান 


৯। সম্প্রতি কে WPL শিরোপা জিতেছে ?


(ক) দিল্লি ক্যাপিটালস   

(খ) গুজরাট জায়ান্টস    

(গ) মুম্বাই ইন্ডিয়ান্স   

(ঘ) কোনটিই নয়


১০। সম্প্রতি NASA এবং কোন মহাকাশ সংস্থা মহাকাশ স্টেশনে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য একটি নতুন মানবযুক্ত মিশন শুরু করেছে ?


(ক) ISRO   

(খ) CNSA    

(গ) NASA    

(ঘ) Speace X 



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড

করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।