Daily Bengali Current Affairs 16th March 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই মার্চ ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 16th March 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। কোন রাজ্য সরকার সম্প্রতি সমস্ত পৌর কর্পোরেশনকে
সৌরশক্তি দ্বারা পরিচালনা করবে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গুজরাট
(গ) উত্তরপ্রদেশ
(ঘ)
মধ্যপ্রদেশ ।
২। সম্প্রতি “বিশ্ব
ভোক্তা অধিকার দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ১৪ই মার্চ
(খ) ১৬ই মার্চ
(গ) ১৫ই মার্চ
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি
টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) নিতিন আগরওয়াল
(খ) কমল বলী
(গ) এন. গণপতি সুব্রামানিয়াম
(ঘ) কোনটিই নয় ।
৪। সম্প্রতি, WAVES 2025-এর প্রথম সংস্করণ ১লা মে থেকে ৪ঠা মে পর্যন্ত কোথায় অনুষ্ঠিত হবে ?
(ক) মুম্বাই
(খ) গোয়া
(গ) নিউ দিল্লী
(ঘ) পুনা ।
৫। সম্প্রতি, ভারত এবং কোন দেশের মধ্যে কৃষি বিষয়ে প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক
অনুষ্ঠিত হয়েছে?
(ক)চিলি
(খ) জার্মানি
(গ) ভারত
(ঘ) অস্ট্রেলিয়া
।
৬। সম্প্রতি
ভারতের সফটওয়্যার ও আইটি সেবা থেকে রপ্তানি কত বিলিয়ন ডলারে পৌঁছেছে ?
(ক) ২৫০
(খ) ১০০
(গ) ৩০০
(ঘ) ২০০ ।
৭। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “রাজ্য
জীববৈচিত্র্য কর্ম” পরিকল্পনা চালু করেছেন ?
(ক) ওড়িশা
(খ) পশ্চিমবঙ্গ
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) হরিয়ানা ।
৮। সম্প্রতি
তেজস MK1 প্রোটোটাইপ থেকে ‘ASTRA’ মিসাইল কোথায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরালা
(গ) ওড়িশা
(ঘ) রাজস্থান ।
৯। সম্প্রতি কোন সংস্থা ‘উর্জা সাক্ষরতা’ অভিযান
শুরু করেছেন ?
(ক) Adani Power
(খ) Reliance Power
(গ) Tata Power
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি
ভারতের প্রথম খনিজ অনুসন্ধান লাইসেন্স এর নিলাম এবং এ.আই-চালিত
অনুসন্ধান হ্যাকাথন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড
করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।