Latest

Sunday, December 1, 2024

Daily Bengali Current Affairs 1st December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা ডিসেম্বর ২০২৪

 Daily Bengali Current Affairs 1st December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা ডিসেম্বর ২০২৪


Daily Bengali Current Affairs 1st December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা ডিসেম্বর ২০২৪



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 1st December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা ডিসেম্বর ২০২৪

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 1st December 2024
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে কোন দেশ পুনর্নির্বাচিত হয়েছেন ?

(ক) আমেরিকা    

(খ) জাপান     

(গ) ভারত    

(ঘ) ফ্রান্স


২। সম্প্রতি “আন্তর্জাতিক কম্পিউটার নিরাপত্তা দিবস” কবে পালিত হয়?

(ক) ২রা ডিসেম্বর   

(খ) ৩রা ডিসেম্বর   

(গ) ৩০শে নভেম্বর   

()  ৫ই নভেম্বর

৩। সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কোথায় 'শুন্যতা' নামের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন ?

(ক) মুম্বাই 

(খ) কোলকাতা  

(গ) দিল্লী   

(ঘ) মেঘালয়

৪। সম্প্রতি বিখ্যাত হার্নভিল উৎসবে অংশগ্রহণকারী রাজ্য হিসেবে কোন রাজ্যকে ঘোষণা করা হয়েছে ?

(ক) আসাম   

(খ) গুজরাট   

(গ) সিকিম   

(ঘ) হরিয়ানা


৫। সম্প্রতি কাকে 2024 ফাইজার পুরস্কারে সম্মানিত করা হয়েছে ?

 (ক)বিহারী মুখার্জি    

(খ) নীনা মালহোত্রা    

(গ) অনুরাগ শ্রীবাস্তব     

(ঘ) কেউ নয়  


৬। সম্প্রতি কোথায় দুই দিনের “মহাবোধি মহোৎসব” শুরু হয়েছে ?

(ক) উত্তরপ্রদেশ    

(খ) ওড়িশা     

(গ) পাঞ্জাব   

(ঘ) মধ্যপ্রদেশ 

৭। সম্প্রতি দিল্লির প্রধান নির্বাচন অফিসার হওয়ার জন্য ECI দ্বারা কার নাম দেওয়া হয়েছে ?

(ক) ডাঃ এস জয়শঙ্কর    

(ক) ইরিনা ঘোষ    

(গ) আর এলিস ওয়াজ    

(ঘ) পীযুষ গয়াল 


৮। সম্প্রতি ‘ডঃ পৃথবীন্দ্র মুখার্জী’ মারা গেলেন, উনি কে ছিলেন ?

(ক) গায়ক    

() সাংবাদিক    

(গ) গবেষক  

(ঘ) লেখক 


৯। সম্প্রতি ১৩তম “জাতীয় বীজ সম্মেলন” কোথায় শুরু হয়েছে ?

(ক) জয়পুর   

(খ) মেঘালয়    

(গ) বারাণসী    

(ঘ) উত্তরপ্রদেশ


১০। সম্প্রতি বিহারে ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সভাপতিত্ব করেন কে ?

(ক) পীযূষ গয়াল
(খ) ডাঃ এস জয়শঙ্কর
(গ) নীনা মালহোত্রা
(ঘ) নির্মলা সীতারমন ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে

 নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here