RRB RAILWAY GK 6 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৬ ।। Free PDF Download
১২১। ‘মুঘলসরাই জংশনটি’
সম্প্রতি ‘দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন’ নামকরণ হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?
উঃ- উত্তরপ্রদেশ
১২২। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি
চলে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে ?
উঃ- মুম্বাই ভিটি এবং কুরলার মধ্যে
১২৩। নব নির্মিত রেলওয়ে জোন
'East Coast Railways' এর সদর দপ্তর কোনটি?
উঃ- ভুবনেশ্বর
১২৪। ভারতের কোন ট্রেনের রুটের
দৈর্ঘ্য দীর্ঘতম ?
উঃ- কন্যাকুমারী - ডিব্ৰুগড় বিবেক
এক্সপ্রেস
১২৫। রেলওয়ে স্টাফ কলেজটি কোথায়
অবস্থিত ?
উঃ- ভাদোদরা
১২৬। কোন নদের উপরে ভারতের দীর্ঘতম
রেলওয়ে ব্রিজ অবস্থিত?
উঃ- ব্রহ্মপুত্র নদ
১২৭। কোন শহরটিতে ভারতীয় রেলের
3টি আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত ?
উঃ- কোলকাতা
১২৮। রেলের টাইম টেবিলগুলি ডিজাইন
করার জন্য কে পরিচিত ?
উঃ- জর্জ ব্র্যাড'শ
১২৯। ভারতীয় রেল ব্যবস্থার স্থান
বিশ্বের মধ্যে কততম ?
উঃ- চতুর্থ ।
১৩০। ভারতে প্রথম রেল চলে কবে
?
উঃ- 1853 সালের 16 এপ্রিল ।
১৩১। ভারতে প্রথম রেলওয়ে চালু
হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- লর্ড ডালহৌসি ।
১৩২। বাংলায় প্রথম ট্রেন চলে কবে
?
উঃ- 1854 সালে ।
১৩৩। ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন
চালু হয় কবে ?
উঃ- 1925 সালে ।
১৩৪। ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনটির
নাম কি ?
উঃ- হুবলী রেলওয়ে স্টেশন ।
১৩৫। কোন ব্যক্তির শততম বার্ষিকী
উপলক্ষে 1989 সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল?
উঃ- জওহরলাল নেহেরু ।
১৩৬। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী
কে ছিলেন?
উঃ- জন মাথাই
১৩৭। মৈত্রী এক্সপ্রেস নিম্নলিখিত
কোন দেশের সাথে ভারতকে সংযুক্ত করে ?
উঃ- বাংলাদেশ ।
১৩৮। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল
কোনটি ?
উঃ- গোথার্ড বেস টানেল ।
১৩৯। ভারতীয় রেলের প্রথম মহিলা
লোকোপাইলট (ট্রেন চালক) কে ছিলেন ?
উঃ- সুরেখা শঙ্কর যাদব ।
১৪০। রেলওয়ে বাজেট জেনারেল বাজেট
থেকে কবে পৃথক হয়?
উঃ- 1924 সাল থেকে ।
১৪১। ভারতে চালু হওয়া প্রথম ট্রেন
কত কিমি দূরত্ব অতিক্রম করে ?
উঃ- 34 কিমি ।
১৪২। ব্রড গেজের লাইনের দৈর্ঘ্য
কত?
উঃ- 5 ফুট 6 ইঞ্চি ।
১৪৩। শতাব্দী এক্সপ্রেস কত সালে
যাত্রা শুরু করে ?
উঃ- 1988 সালে ।
১৪৪। কত বছর পর লাহোর ও ওয়াগা
সীমান্তে ট্রেন চলাচল শুরু হয় ?
উঃ- 22 বছর পর ।
১৪৫। ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন কোথায়
তৈরি হয় ?
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB RAILWAY GK 5 দেখতে এখানে ক্লিক করুন ।