RRB RAILWAY GK 5 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৫ ।। Free PDF Download
৯৬। ভারতের
প্রথম রেলমন্ত্রী কে ?
উঃ- আসফআলি
(স্বাধীনতার পর)।
৯৭। রেল
দুর্ঘটনার জন্য প্রথম ইস্তফা দেওয়া রেলমন্ত্রীর নাম কি ?
উঃ-
লালবাহাদুর শাস্ত্রী।
৯৮। ভারতের
প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
উঃ- মমতা
ব্যানাজী।
৯৯। পশ্চিমবঙ্গ
থেকে প্রথম রেলমন্ত্রী কে হন ?
উঃ- গনিখান
চৌধুরি।
১০০। ভারতের
ব্যস্ততম রেল স্টেশন কোনটি ?
উঃ- ছত্রপতি
শিবাজী টার্মিনাল।
১০১। ভারতের
উচ্চতম ব্রডগেজের রেল স্টেশন কোনটি ?
উঃ- শিমিলিগুড়া
অন্তপ্রদেশ।
১০২। ভারতীয়
রেলের প্রথম নাম কি ছিল ?
উঃ- GIPR
১০৩। প্রথম
ফ্রি wi-fi পরিষেবা কোথায় শুরু হয় ?
উঃ-
মুম্বাই। ভারতে প্রথমে রেল বোর্ড ছিল- এটি।
১০৪। ভারতে
প্রথম AC ট্রেন চলে কোথায় ?
উঃ- মুম্বই
ও বরোদার মধ্যে।
১০৫। সুপারফাস্ট
ট্রেনের নম্বর শুরু হয় কত দিয়ে ?
উঃ- 2 দিয়ে।
১০৬। কোঙ্কন রেলওয়ের মুখ্য কার্যালয় কোথায় ?
উঃ- পানাজি
(গোয়া)।
১০৭। Diamond
Crossing কোথায় অবস্থিত?
উঃ- নাগপুর।
১০৮।
উচ্চগতির বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণ কোনটি ?
উঃ- অমৃত
ভারত এক্সপ্রেস।
১০৯। প্রথম
ন্যারোগজ সুপারফাস্ট ট্রেনের নাম কি ?
উঃ- শিবালিক
ডিলাক্স এক্সপ্রেস।
১১০। দিল্লি
মেট্রোর প্রথম মহিলা অপারেটরের নাম ?
উঃ-
মীনাক্ষী শর্মা।
১১১। ভারতীয়
রেল 'Net zero (কার্বন নির্গমন) railway' কত সালে
?
উঃ- 2023 সালে ।
১১২। “Operation
Nanhe Farishte” কি ?
উঃ- RPF-এর সহযোগিতায় বিভিন্ন রেলস্টেশন থেকে শিশুদের উদ্ধার।
১১৩। Operation
AAHT কি ?
উঃ- RPF-এর সহযোগিতায় মানুষ পাচার বন্ধ।.
১১৪। ভারতের
প্রথম সেমি হাইস্পিড ট্রেন কি নামে পরিচিত ?
উঃ- বন্দেভারতম
এক্সপ্রেস বা ট্রেন-18 নামে পরিচিত।
১১৫।
বর্তমানে ভারতে কয়টি রেলওয়ে জোন আছে ?
উঃ- ১৮ টি ।
১১৬। কোন
রাজ্যে কোন রেলপথ নেই ?
উঃ- সিকিম ।
১১৭। কোন
সালকে “year of rail users” নামে ঘোষণা করা হয়েছে ?
উঃ- ১৯৫৫
সালে ।
১১৮। বর্তমান
(২০২৪) রেল মন্ত্রীর নাম কি ?
উঃ- অশ্বিনী
বৈষ্ণব ।
১১৯। বর্তমান
রেল প্রতিমন্ত্রী কে ?
উঃ- শ্রী
রাউসাহেব পাতিল দানভে ও শ্রীমতি দর্শনা যারদোশ ।
১২০। ভারতে
প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় ?
উঃ – ১৯২৮
সালে ।
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB RAILWAY GK 4 দেখতে এখানে ক্লিক করুন ।