RRB RAILWAY GK 4 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৪ ।। Free PDF Download
৭১।
সর্বাধিক জোন অতিক্রমকারী ট্রেন কোনটি ?
উ:- রাপ্তি
সাগর সুপারফাস্ট।
৭২। সর্বাধিক
রাজ্যসীমা অতিক্রমকারী ট্রেন কোনটি ?
উ:- নবযুগ
এক্সপ্রেস (ম্যাঙ্গালোর থেকে জম্মু ,13টি রাজ্য)।
৭৩। কোঙ্কন
রেলপথের দৈর্ঘ্য কত ?
উ:- 741
কিলোমিটার (মহারাষ্ট্র থেকে গোয়া হয়ে কর্নাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত)।
৭৪। কোঙ্কন
রেলপথে কতগুলি রেল স্টেশন অবস্থিত ?
উ:-123টি
রেল স্টেশন অবস্থিত।
৭৫। কোঙ্কন
রেলপথে কতগুলি ব্রিজ ও কতগুলি টানেল অবস্থিত ?
উ:- 2000 টি
ব্রিজ ও 91 টানেল অবস্থিত।
৭৬। টিকিট
বুক করা, অনুসন্ধান পরিছন্নতা যাত্রাকালে খাদ্য সরবরাহ প্রভৃতির জন্য
ভারতীয় রেল কোন অ্যাপস চালু করেছে ?
উ:-
রেলসারথি।
৭৭। রেলওয়ে
যাত্রীদের অভিযোগ ও অভিযোগের নিষ্পত্তিসংক্রান্ত অ্যাপসটির নাম কি ?
উ:- রেলমদত।
৭৮। যাত্রী
ট্রেন ও মালবাহী ট্রেনের অবস্থান জানার জন্য ভারতীয় রেলের নতুন অ্যাপটির নাম কি ?
উ:- SFOORTI
৭৯। ভারতীয়
রেলের কর্মচারীদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোন প্রকল্প চালু করা
হয়েছে ?
উ:- সক্ষম
প্রকল্প।
৮০। এশিয়ার
বৃহত্তম এবং ভারতের অন্যতম ইন্টারলকিং সিস্টেম কোথায় স্থাপিত হয়েছে ?
উ:-
খড়গপুরে।
৮১। ন্যাশনাল
রেল এন্ড ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি কোথায় অবস্থিত ?
উ:-
গুজরাটের বরদায় অবস্থিত।
৮২। ভারতের
সর্বাধিক দ্রুতগামী ট্রেনটির নাম কি ?
উ:-
বন্দেভারত এক্সপ্রেস যা ট্রেন 18 নামেও পরিচিত (180 কিমি/ঘন্টা গতিতে পৌঁছতে
সক্ষম)।
৮৩। শতাব্দি
এক্সপ্রেস যাত্রা আরম্ভ করে কবে ?
উ:- 1988
খ্রিস্টাব্দে , জহরলাল নেহেরুর জন্মশতবর্ষ উপলক্ষে
নিউদিল্লি থেকে ঝাঁসিতে প্রথম যাত্রা করে।
৮৪। গিনেসবুকে
স্থান পায় যে স্টিম লোকোমোটিভ ?
উঃ-
ফেরারিকুইন্স 1851
৮৫। ভারতের
প্রথম মহিলা স্পেশাল ট্রেন কোথায় চালু হয়?
উঃ- পশ্চিম
রেলে (চার্চগেট ও ভিরাব)।
৮৬। ভ্রাম্যমান
চিকিৎসা পরিষেবা দেবার জন্য কোন রেল কোন ট্রেন চালু করে ?
উঃ- দক্ষিণ
রেলচালু করে লাইফলাইন এক্সপ্রেস।
৮৭। সেমি
হাইস্পিড ট্রেন যাত্রা পথ কোনটি কে উদ্বোধন করেন ?
উঃ- দিল্লি
থেকে গুজরাটের আহমেদাবাদ । দিল্লি স্টেশনে নরেন্দ্রমোদী উদ্বোধন করেন।
৮৮। ভারতীয়
রেলে প্রথম 100 শতাংশ সৌরশক্তি চালিত ট্রেন কোথায় চালু হয় ?
উঃ- দিল্লির
রহিলা থেকে হরিয়ানার ফারুকনগর।
৮৯। ভারতবর্ষে
প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন কোনটি ?
উঃ- মধ্যপ্রদেশের ভূপালে হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন।
৯০। ভারত ও
পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা কোনটি ?
উঃ- সমঝোতা
এক্সপ্রেস ও ঘর এক্সপ্রেস।
৯১। ভারত ও
বাংলাদেশের মধ্যে চলা এক্সপ্রেস ট্রেনটির নাম কি?
উঃ- মৈত্রী
এক্সপ্রেস।
৯২।
ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উঃ- নতুন
দিল্লিতে অবস্থিত।
৯৩। সর্বাধিক
হল্ট থাকা ট্রেন কোনটি ?
উঃ- হাওড়া
অমৃতসর এক্সপ্রেস 115 হল্ট।
৯৪। ভারতের
শেষ স্টিমইঞ্জিনটির নাম কি ?
উঃ- দি
লাস্টস্টার।
৯৫।
সর্বাধিক রেলবাজেট পেশ করেন যে মন্ত্রী তার নাম কি ?
উঃ- লালু
প্রসাদ যাদব 6 বার।
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।