Latest

Wednesday, November 27, 2024

RRB RAILWAY GK 4 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৪ ।। Free PDF Download

 RRB RAILWAY GK 4 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৪ ।। Free PDF Download


RRB RAILWAY GK 4


বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB RAILWAY GK 3 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৩ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

RRB RAILWAY GK 4

৭১। সর্বাধিক জোন অতিক্রমকারী ট্রেন কোনটি ?

উ:- রাপ্তি সাগর সুপারফাস্ট।

৭২। সর্বাধিক রাজ্যসীমা অতিক্রমকারী ট্রেন কোনটি ?

উ:- নবযুগ এক্সপ্রেস (ম্যাঙ্গালোর থেকে জম্মু ,13টি রাজ্য)।

৭৩। কোঙ্কন রেলপথের দৈর্ঘ্য কত ?

উ:- 741 কিলোমিটার (মহারাষ্ট্র থেকে গোয়া হয়ে কর্নাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত)।

৭৪। কোঙ্কন রেলপথে কতগুলি রেল স্টেশন অবস্থিত ?

উ:-123টি রেল স্টেশন অবস্থিত।

৭৫। কোঙ্কন রেলপথে কতগুলি ব্রিজ ও কতগুলি টানেল অবস্থিত ?

উ:- 2000 টি ব্রিজ ও 91 টানেল অবস্থিত।

৭৬। টিকিট বুক করা, অনুসন্ধান পরিছন্নতা যাত্রাকালে খাদ্য সরবরাহ প্রভৃতির জন্য ভারতীয় রেল কোন অ্যাপস চালু করেছে ?

উ:- রেলসারথি।

৭৭। রেলওয়ে যাত্রীদের অভিযোগ ও অভিযোগের নিষ্পত্তিসংক্রান্ত অ্যাপসটির নাম কি ?

উ:- রেলমদত।

৭৮। যাত্রী ট্রেন ও মালবাহী ট্রেনের অবস্থান জানার জন্য ভারতীয় রেলের নতুন অ্যাপটির নাম কি ?

উ:- SFOORTI

৭৯। ভারতীয় রেলের কর্মচারীদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে ?

উ:- সক্ষম প্রকল্প।

৮০। এশিয়ার বৃহত্তম এবং ভারতের অন্যতম ইন্টারলকিং সিস্টেম কোথায় স্থাপিত হয়েছে ?

উ:- খড়গপুরে।

৮১। ন্যাশনাল রেল এন্ড ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি কোথায় অবস্থিত ?

উ:- গুজরাটের বরদায় অবস্থিত।

৮২। ভারতের সর্বাধিক দ্রুতগামী ট্রেনটির নাম কি ?

উ:- বন্দেভারত এক্সপ্রেস যা ট্রেন 18 নামেও পরিচিত (180 কিমি/ঘন্টা গতিতে পৌঁছতে সক্ষম)।

৮৩। শতাব্দি এক্সপ্রেস যাত্রা আরম্ভ করে কবে ?

উ:- 1988 খ্রিস্টাব্দে , জহরলাল নেহেরুর জন্মশতবর্ষ উপলক্ষে নিউদিল্লি থেকে ঝাঁসিতে প্রথম যাত্রা করে।

৮৪। গিনেসবুকে স্থান পায় যে স্টিম লোকোমোটিভ ?

উঃ- ফেরারিকুইন্স 1851

৮৫। ভারতের প্রথম মহিলা স্পেশাল ট্রেন কোথায় চালু হয়?

উঃ- পশ্চিম রেলে (চার্চগেট ও ভিরাব)।

৮৬। ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা দেবার জন্য কোন রেল কোন ট্রেন চালু করে ?

উঃ- দক্ষিণ রেলচালু করে লাইফলাইন এক্সপ্রেস।

৮৭। সেমি হাইস্পিড ট্রেন যাত্রা পথ কোনটি কে উদ্বোধন করেন ?

উঃ- দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদ । দিল্লি স্টেশনে নরেন্দ্রমোদী উদ্বোধন করেন।

৮৮। ভারতীয় রেলে প্রথম 100 শতাংশ সৌরশক্তি চালিত ট্রেন কোথায় চালু হয় ?

উঃ- দিল্লির রহিলা থেকে হরিয়ানার ফারুকনগর।

৮৯। ভারতবর্ষে প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন কোনটি ?

উঃ- মধ্যপ্রদেশের ভূপালে হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন। 

৯০। ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা কোনটি ?

উঃ- সমঝোতা এক্সপ্রেস ও ঘর এক্সপ্রেস।

৯১। ভারত ও বাংলাদেশের মধ্যে চলা এক্সপ্রেস ট্রেনটির নাম কি?

উঃ- মৈত্রী এক্সপ্রেস।

৯২। ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম কোথায় অবস্থিত ?

উঃ- নতুন দিল্লিতে অবস্থিত।

৯৩। সর্বাধিক হল্ট থাকা ট্রেন কোনটি ?

উঃ- হাওড়া অমৃতসর এক্সপ্রেস 115 হল্ট।

৯৪। ভারতের শেষ স্টিমইঞ্জিনটির নাম কি ?

উঃ- দি লাস্টস্টার।

৯৫। সর্বাধিক রেলবাজেট পেশ করেন যে মন্ত্রী তার নাম কি ?

উঃ- লালু প্রসাদ যাদব 6 বার।


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB RAILWAY GK 3 দেখতে এখানে ক্লিক করুন