Latest

Tuesday, November 26, 2024

RRB RAILWAY GK 3 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৩ ।। Free PDF Download

 RRB RAILWAY GK 3 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৩ ।। Free PDF Download

RRB RAILWAY GK



বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB RAILWAY GK 3 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৩ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

RRB RAILWAY GK 3

৪৬) ভারতবর্ষ তথা পৃথিবীতে প্রথম হাসপাতালসহ ট্রেনটির নাম কি ?

:- লাইফলাইন এক্সপ্রেস (যাত্রাশুরু হয় 1991 সালে)

৪৭) দূরন্ত এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে কবে ?

:- 2009 খ্রিস্টাব্দে (শিয়ালদা থেকে নতুন দিল্লি)

৪৮) জনতা এক্সপ্রেস ট্রেনটি চালু হয় কবে থেকে ?

:- 1950 খ্রিস্টাব্দ থেকে

৪৯) কোন বছরটিকে রেলের যাত্রী সুরক্ষা বছর হিসেবে উদযাপন করা হয় ?

:- 2003 সালে ভারতীয় রেলের 150 বছর হয় এবং এই বছরটি যাত্রী সুরক্ষা বছর হিসেবে উদযাপন করা হয়

৫০)  ভারতে প্রথম রেলওয়ে দুঘর্টনা ঘটে কবে ?

:- 1869 খ্রিস্টাব্দে, ভোরঘাটে

৫১) 100 শতাংশ সৌর বিদ্যুৎ চালিত রেলওয়েস্টেশন কোনটি ?

:- হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন (2017 খ্রিস্টাব্দে চালু হয়)

৫২) ভারতে প্রথম স্বচালিত সিগন্যাল প্রনালী শুরু হয় কবে?

:- 1928 খ্রিস্টাব্দে (মধ্য রেল)

৫৩)  ভারতে প্রথম রেলওয়ে বিমা যোজনা চালু হয় কবে ?

:- 1994 খ্রিস্টাব্দে

৫৪) ভারতবর্ষে ট্রেনে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীর সংখ্যা কত ?

;- প্রায় 2.3 কোটি

৫৫) ভারতের বৃহত্তম রেলওয়ে জংশনটির নাম কি ?

:- মথুরা রেলওয়ে জংশন

৫৬) ভারতবর্ষে প্রথম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন কোনটি ?

:- মেধা

৫৭)  সব থেকে বেশি রেলপথ আছে ভারতের কোন রাজ্যে?

:- উত্তরপ্রদেশ

৫৮)  সবথেকে কম রেলপথ আছে ভারতের কোন রাজ্যে?

:- মণিপুর

৫৯) ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ?

:- SSS Hubballi Jn. (কর্ণাটক)

৬০) ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম টির নাম কি ?

:- Gorakhpur (উত্তর প্রদেশ)

৬১) রেল চলাচলের উপর ভিত্তি করে ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি ?

:- হাওড়া রেলওয়ে স্টেশন

৬২) বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ কোনটি ?

:- চেনাব ব্রিজ (1178 ft. জম্মু কাশ্মীরে অবস্থিত)

৬৩) ভারতের প্রথম অন্ত্যোদয় এক্সপ্রেসটি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত চালু হয়েছিল ?

:- এরনাকুলাম থেকে হাওড়া

৬৪) ভারতের দীর্ঘতম রেলসড়ক সেতুটির নাম কি ?

:- বগিবিল ব্রিজ

৬৫) ভারতের দীর্ঘতম রেলসড়ক সেতুটি কোন নদীর উপর অবস্থিত ?

:- ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত (দৈর্ঘ্য 4.94 কিলোমিটার)

৬৬) ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেল সড়ক সেতুটির নাম কি?

:- ভেম্বানন্দ রেলব্রিজ

৬৭) ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটির নাম কি ?

:- ঘুম স্টেশন (পশ্চিমবঙ্গে অবস্থিত)

৬৮) ভারতের প্রথম প্লাটফর্ম টিকিট চালু করা হয় কোথায় ?

:- লাহোরে

৬৯) ভারতীয় রেলওয়ে কর্মচারীদের জন্য একটি প্রকল্প মিশনের নাম লেখ

:- সত্যনিষ্ঠা প্রকল্প

৭০) কালকা সিমলা রেলওয়ের শুরু হয় কত খ্রিস্টাব্দে ?

:- 1903 খ্রিস্টাব্দে


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB RAILWAY GK 2 দেখতে এখানে ক্লিক করুন ।