RRB RAILWAY GK 3 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৩ ।। Free PDF Download
৪৬) ভারতবর্ষ তথা
পৃথিবীতে প্রথম হাসপাতালসহ ট্রেনটির নাম কি ?
উ:- লাইফলাইন এক্সপ্রেস (যাত্রাশুরু হয়
1991 সালে)।
৪৭) দূরন্ত এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু
করে কবে ?
উ:- 2009 খ্রিস্টাব্দে
(শিয়ালদা থেকে নতুন দিল্লি)
।
৪৮) জনতা এক্সপ্রেস ট্রেনটি চালু হয়
কবে থেকে ?
উ:- 1950 খ্রিস্টাব্দ থেকে।
৪৯) কোন বছরটিকে রেলের যাত্রী সুরক্ষা বছর হিসেবে উদযাপন করা হয় ?
উ:- 2003 সালে
ভারতীয় রেলের 150 বছর
হয় এবং এই বছরটি যাত্রী সুরক্ষা বছর
হিসেবে উদযাপন করা
হয়।
৫০) ভারতে প্রথম রেলওয়ে দুঘর্টনা ঘটে কবে ?
উ:- 1869 খ্রিস্টাব্দে,
ভোরঘাটে।
৫১) 100 শতাংশ সৌর বিদ্যুৎ চালিত রেলওয়েস্টেশন কোনটি ?
উ:- হজরত
নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন
(2017 খ্রিস্টাব্দে চালু হয়)।
৫২) ভারতে প্রথম স্বচালিত সিগন্যাল প্রনালী শুরু হয় কবে?
উ:- 1928 খ্রিস্টাব্দে
(মধ্য রেল)।
৫৩) ভারতে প্রথম রেলওয়ে বিমা যোজনা চালু হয়
কবে ?
উ:- 1994 খ্রিস্টাব্দে।
৫৪) ভারতবর্ষে ট্রেনে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীর সংখ্যা কত ?
উ;- প্রায়
2.3 কোটি।
৫৫) ভারতের বৃহত্তম রেলওয়ে জংশনটির নাম
কি ?
উ:- মথুরা রেলওয়ে জংশন ।
৫৬) ভারতবর্ষে প্রথম সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন কোনটি ?
উ:- মেধা।
৫৭) সব থেকে বেশি
রেলপথ আছে ভারতের কোন
রাজ্যে?
উ:- উত্তরপ্রদেশ।
৫৮) সবথেকে কম রেলপথ আছে ভারতের কোন রাজ্যে?
উ:- মণিপুর।
৫৯) ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি
?
উ:- SSS Hubballi Jn. (কর্ণাটক)
।
৬০) ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম টির নাম কি ?
উ:- Gorakhpur (উত্তর প্রদেশ)।
৬১) রেল চলাচলের উপর ভিত্তি করে
ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি ?
উ:- হাওড়া রেলওয়ে স্টেশন।
৬২) বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ কোনটি
?
উ:- চেনাব ব্রিজ (1178 ft. জম্মু কাশ্মীরে অবস্থিত) ।
৬৩) ভারতের প্রথম অন্ত্যোদয় এক্সপ্রেসটি কোন
জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত চালু হয়েছিল
?
উ:- এরনাকুলাম থেকে হাওড়া।
৬৪) ভারতের দীর্ঘতম রেলসড়ক সেতুটির নাম
কি ?
উ:- বগিবিল ব্রিজ।
৬৫) ভারতের দীর্ঘতম রেলসড়ক সেতুটি কোন
নদীর উপর অবস্থিত ?
উ:- ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত (দৈর্ঘ্য 4.94 কিলোমিটার)।
৬৬) ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেল সড়ক
সেতুটির নাম কি?
উ:- ভেম্বানন্দ রেলব্রিজ।
৬৭) ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটির নাম
কি ?
উ:- ঘুম
স্টেশন (পশ্চিমবঙ্গে অবস্থিত)।
৬৮) ভারতের প্রথম প্লাটফর্ম টিকিট চালু
করা হয় কোথায় ?
উ:- লাহোরে।
৬৯) ভারতীয় রেলওয়ে কর্মচারীদের জন্য একটি
প্রকল্প মিশনের নাম
লেখ ।
উ:- সত্যনিষ্ঠা প্রকল্প।
৭০) কালকা সিমলা রেলওয়ের শুরু হয়
কত খ্রিস্টাব্দে ?
উ:- 1903 খ্রিস্টাব্দে।
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB RAILWAY GK 2 দেখতে এখানে ক্লিক করুন ।