Daily Bengali Current Affairs 6th June 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি প্রকাশিত NIRF
র্যাঙ্কিং 2023-এ কে শীর্ষে
আছে ?
(ক) IIT Delhi
(খ) IIT Kanpur
(গ) IIT Madras
(ঘ) IISc Bengaluru।
২। সম্প্রতি বিশ্বের গোয়েন্দা প্রধানদের গোপন বৈঠক কোথায় হয়েছিল
?
(ক) মালয়েশিয়া
(খ) সিঙ্গাপুর
(গ) সিঙ্গাপুর
(ঘ) আয়ারল্যান্ড ।
৩। সম্প্রতি “বিশ্ব পরিবেশ দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ৪ই জুন
(খ) ৬ই জুন
(গ) ৫ই জুন
(ঘ)
৭ই জুন ।
৪। সম্প্রতি টাটা গ্রুপ ভারতের প্রথম লিথিয়াম আয়ন সেল ম্যানুফ্যাকচারিং
গিগা ফ্যাক্টরি কোথায় স্থাপন করবে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মধ্য প্রদেশ
(গ) গুজরাট
(ঘ) ওড়িশা ।
৫। সম্প্রতি বিশ্বব্যাংকের 14 তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
কে ?
(ক) অজয় বঙ্গ
(খ) অজয় সিনহা
(গ) প্রবীণ কে শ্রীবাস্তব
(ঘ) মুকুল গয়াল ।
৬। সম্প্রতি ভারতের প্রথম কার্বন মুক্ত গ্রাম কোন রাজ্যের ভিওয়ান্ডিতে
গড়ে উঠছে ?
(ক) গুজরাট
(খ) মধ্য প্রদেশ
(গ) ওড়িশা
(ঘ) মহারাষ্ট্র ।
৭। সম্প্রতি জাতিসংঘের
সাধারণ পরিষদের 78তম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?
(ক) আর দীনেশ
(খ) অমরেন্দু প্রকাশ
(গ) ডেনিস ফ্রান্সিস
(ঘ) প্রবীণ শ্রীবাস্তব ।
৮। সম্প্রতি কোথায় 1450 কোটি টাকার চারটি সড়ক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে ?
(ক) গুজরাট
(খ) কেরালা
(গ) আসাম
(ঘ) হরিয়ানা
।
৯। মহারাষ্ট্র সরকার সম্প্রতি কার সাথে 5,000 কোটি টাকার বিনিয়োগের জন্য চুক্তি করেছে
?
(ক) HDFC Life
(খ) ICICI Finance
(গ) Bajaj Finserv
(ঘ) SBI ।
১০। সুলোচনা লাটকার সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) গায়ক
(খ) লেখক
(গ) সমাজকর্মী
(ঘ) অভিনেতা ।
১১।
সম্প্রতি RBI, Indian Overseas Bank এর উপর
2.2 কোটি টাকা জরিমানা আরোপ করেছে ।
১২। সম্প্রতি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2023 শিরোপা জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here