Daily Bengali Current Affairs 7th June 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোন দেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার সর্বোচ্চ
বেসামরিক সম্মান প্রদান করেছে ?
(ক) যুক্তরাজ্য
(খ) আয়ারল্যান্ড
(গ) সুরিনাম
(ঘ) কানাডা ।
২। কোন দেশের ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ সম্প্রতি ফুটবল
থেকে অবসর ঘোষণা করেছেন ?
(ক) ইতালি
(খ) সিঙ্গাপুর
(গ) সুইডেন
(ঘ) স্পেন ।
৩। সম্প্রতি “রাশিয়ান ভাষা দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ৯ই জুন
(খ) ৮ই জুন
(গ) ৬ই জুন
(ঘ)
৭ই জুন ।
৪। সম্প্রতি কোথায় ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল উদ্বোধন করা
হয়েছে ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) মধ্য প্রদেশ
(গ) জম্মু কাশ্মীর
(ঘ) ওড়িশা ।
৫। সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থার নতুন প্রেসিডেন্ট কে
হয়েছেন ?
(ক) আবদুল্লাহ মান্দোস
(খ) অজয় সিনহা
(গ) প্রবীণ কে শ্রীবাস্তব
(ঘ) মুকুল গয়াল ।
৬। প্রাক-ঐতিহাসিক ধলপুর শিব মন্দির সম্প্রতি কোথায় উদ্বোধন
করা হয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মধ্য প্রদেশ
(গ) ওড়িশা
(ঘ) আসাম ।
৭। সম্প্রতি কার
রচিত “কথাকলি ডান্স থিয়েটার: এ ভিজ্যুয়াল ন্যারেটিভ অফ সেক্রেড ইন্ডিয়ান মাইম” বইটি প্রকাশিত
হয়েছে ?
(ক) আদিত্য ভূষণ
(খ) অমরেন্দু প্রকাশ
(গ) কে কে গোপালকৃষ্ণন
(ঘ) প্রবীণ শ্রীবাস্তব ।
৮। সম্প্রতি কোন দেশের ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ ফুটবল
থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ?
(ক) মধ্য প্রদেশ
(খ) কেরালা
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) হরিয়ানা ।
৯। সম্প্রতি কোথায় CBFC একটি নতুন ওয়েবসাইট এবং একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে
?
(ক) মহারাষ্ট্র
(খ) নতুন দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) বেঙ্গালুরু ।
১০। বি আর চোপড়া সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) রাজনীতিবিদ
(খ) লেখক
(গ) সমাজকর্মী
(ঘ) অভিনেতা ।
১১।
SBI ব্যাঙ্ক সম্প্রতি বেঙ্গালুরুতে “প্রজেক্ট কুবের” চালু করেছে ।
১২। সম্প্রতি দ্য হিন্দু গ্রুপের নতুন চেয়ারপারসন হয়েছেন নির্মলা লক্ষ্মণ ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here