Latest

Tuesday, April 11, 2023

Daily Bengali Current Affairs 11th April 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১১ই এপ্রিল ২০২৩

 Daily Bengali Current Affairs 11th April 2023 


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 11th April 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১১ই এপ্রিল ২০২৩

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি জম্মুতে 'টিউলিপ গার্ডেন' কে উদ্বোধন করেছেন ?

(ক) পীযূষ গয়াল    

(খ) অমিত শাহ     

(গ) মনোজ সিনহা    

(ঘ) রাজনাথ সিং  

২। সম্প্রতি ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস 2023-এ কে পুরস্কার জিতেছে ?

(ক) ফাইজার    

(খ) সিরাম ইনস্টিটিউট    

(গ) ভারত বায়োটেক    

() ক্যাডিলা হেলথ কেয়ার

৩। সম্প্রতি বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়েছে?

(ক) ১২ এপ্রিল  

(খ) ৯ এপ্রিল  

(গ) ১০ এপ্রিল  

(ঘ) ১১ এপ্রিল ।

৪। সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী মোদী ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স চালু করেছেন ?

(ক) ওড়িশা   

(খ) রাজস্থান   

(গ) কর্ণাটক   

(ঘ) উত্তরাখণ্ড

৫। সম্প্রতি ভারত, বাংলাদেশ, জাপান কোথায় কানেক্টিভিটি মিটিং আয়োজন করবে ?

(ক) ত্রিপুরা   

(খ) মণিপুর    

(গ) উত্তরাখণ্ড     

(ঘ) আসাম  

৬। কোন রাজ্যের বিধানসভা সম্প্রতি এতিমদের কল্যাণের জন্য একটি বিল পাস করেছে ?

(ক) রাজস্থান   

(খ) গোরখপুর   

(গ) মহারাষ্ট্র   

(ঘ) হিমাচল প্রদেশ

৭। সম্প্রতি উত্তর প্রদেশের কোন জেলায় বিশ্বের প্রথম এশীয় রাজা শকুন সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে ?

(ক) রাজস্থান    

(খ) বারাণসী    

(গ) মহারাজগঞ্জ    

(ঘ) গোরখপুর 

৮। সম্প্রতি কে আইপিএলে দ্রুততম 6000 রান করার খেলোয়াড় হয়েছেন ?

(ক) কে এল রাহুল  

() বিরাট কোহলি   

(গ) ডেভিড ওয়ার্নার    

(ঘ) শিখর ধাওয়ান

৯। সম্প্রতি কোন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন ?

(ক) সংযুক্ত আরব আমিরাত   

(খ) ইরাক    

(গ) ইউক্রেন   

(ঘ) যুক্তরাজ্য

১০। সম্প্রতি প্রকাশিত বাঘ শুমারি অনুসারে, 2022 সালের মধ্যে ভারতে বাঘের জনসংখ্যা কত বেড়েছে ?

(ক) 3765   

(খ) 1411   

(গ) 2967   

(ঘ) 3167

 

১১ সম্প্রতি “অরলিন্স মাস্টার্স 2023” পুরুষদের একক শিরোপা জিতেছেন প্রিয়াংশু রাজাওয়াত

১২ সম্প্রতি “পরিসংখ্যান 2023-এ আন্তর্জাতিক পুরস্কার” জিতেছেন CR Rao




আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here


Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১০ই এপ্রিল ২০২৩ দেখুন ।