Daily Bengali Current Affairs 12th April 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোথায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 'তুলসী ঘাট পুনরুদ্ধার প্রকল্প' চালু করেছেন ?
(ক) যুক্তরাজ্য
(খ) সৌদি আরব
(গ) উগান্ডা
(ঘ) ইকুয়েডর ।
২। কোন আইআইটি সম্প্রতি স্পর্শহীন বায়োমেট্রিক সিস্টেম বিকাশের
জন্য UIDAI-এর সাথে অংশীদারিত্ব করেছে
?
(ক) IIT Kanpur
(খ) IIT Delhi
(গ) IIT Bombay
(ঘ) IIT Madras ।
৩। সম্প্রতি জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়েছে ?
(ক) ১২ এপ্রিল
(খ) ৯ এপ্রিল
(গ) ১১ এপ্রিল
(ঘ) ১০ এপ্রিল ।
৪। সম্প্রতি কোথায় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক জাতীয়
শিক্ষানবিশ মেলার আয়োজন করেছে ?
(ক) জয়পুর
(খ) ভরতপুর
(গ) উদমপুর
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৫। সম্প্রতি প্রকাশিত ফ্রিডম হাউস ইনডেক্স 2023-এ কে বিশ্বের সবচেয়ে কম মুক্ত দেশের মর্যাদা
পেয়েছে?
(ক) তিব্বত
(খ) শ্রীলংকা
(গ) আফগানিস্তান
(ঘ) যুক্তরাজ্য ।
৬। কোন রাজ্য সরকার সম্প্রতি দুগ্ধ চাষিদের সহায়তার জন্য সঞ্জীবনী
প্রকল্প চালু করেছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) গোরখপুর
(গ) মহারাষ্ট্র
(ঘ) হিমাচল প্রদেশ ।
৭। সম্প্রতি উত্তর
প্রদেশে দুই দিনের জাতীয় জলবায়ু সম্মেলন 2023 কোথায় উদ্বোধন করা
হয়েছে ?
(ক) রাজস্থান
(খ) মহারাজগঞ্জ
(গ) লখনউ
(ঘ) গোরখপুর ।
৮। সম্প্রতি LIC দ্বারা প্রধান বিনিয়োগ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) প্রবীর সিনহা
(খ) বিমল কাপুর
(গ) রত্নাকর পট্টনায়ক
(ঘ) দীপক মোহন্তি ।
৯। সম্প্রতি সেরা পাবলিক ট্রান্সপোর্ট সহ শহরের তালিকায় কোনটি
শীর্ষে রয়েছে ?
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) টোকিও
(গ) বার্লিন
(ঘ) প্রাগ ।
১০। সম্প্রতি চীন কোন দেশের কাছে লাইভ গোলাবারুদ ফায়ার সামরিক মহড়া
পরিচালনা করেছে ?
(ক) নেপাল
(খ) পাকিস্তান
(গ) ভারত
(ঘ) তাইওয়ান।
১১। সম্প্রতি “কোর্টিং ইন্ডিয়া” নামে একটি নতুন বই লিখেছেন নন্দিনী দাস ।
১২। সম্প্রতি
.”মারাঠা শিল্পরত্ন 2023 পুরস্কার” জিতেছেন নীলেশ সম্ব্রে।
১৩।
ভারতীয় খেলোয়াড় ডি গুকেশ সম্প্রতি বিশ্ব দাবা আর্মাগেডন এশিয়া ও ওশেনিয়া ইভেন্টের
শিরোপা জিতেছেন ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১১ই এপ্রিল ২০২৩ দেখুন ।