Daily Bengali Current Affairs 23rd January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি ভারতের প্রথম অনলাইন গেমিং সেন্টার অফ এক্সিলেন্স কোন
রাজ্যে স্থাপন করা হবে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তর প্রদেশ
(গ) মেঘালয়
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
২। সম্প্রতি কোন রাজ্য সরকার তার প্রথম সরস মেলা 2023 আয়োজন করবে ?
(ক) মহারাষ্ট্র
(খ) অন্ধ্র প্রদেশ
(গ) জম্মু কাশ্মীর
(ঘ) রাজস্থান
।
৩। সম্প্রতি 2022 সালের সেরা থানা হিসেবে কোনটি নির্বাচিত হয়েছে ?
(ক) কলকাতা থানা
(খ) বুরারি স্টেশন
(গ) আসকা থানা
(ঘ) লাল কুয়া থানা ।
৪। সম্প্রতি কোথায় জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা বৃহত্তম মানব
রেড রিবন চেইন তৈরি করেছে ?
(ক) মহারাষ্ট্র
(খ) মুম্বাই
(গ) ভুবনেশ্বর
(ঘ) কলকাতা ।
৫। সম্প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক হিসেবে
কে নির্বাচিত হয়েছেন ?
(ক) Inger Anderson
(খ) Sheikh Rehman
(গ) Pankaj Mohan
(ঘ) Antonio Guterres ।
৬। কোন রাজ্য সরকার সম্প্রতি “স্কুল অফ এমিনেন্স” প্রকল্প
চালু করেছে ?
(ক) মহারাষ্ট্র
(খ) হরিয়ানা
(গ) ওড়িশা
(ঘ) পাঞ্জাব ।
৭। সম্প্রতি অনুষ্ঠিত
ঢাকা ম্যারাথন 2023-এ পুরুষদের বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন ?
(ক) Sheikh Rehman
(খ) Antonio Guterres
(গ) Stanley Kiprotich Bet
(ঘ) Iliad ।
৮। সম্প্রতি “ডেভিড ক্রসবি” মারা গেছেন, তিনি
কে ছিলেন ?
(ক) কবি
(খ) সাংবাদিক
(গ) গায়ক
(ঘ) লেখক ।
৯। সম্প্রতি জাতীয় স্টার্টআপ অ্যাওয়ার্ড 2022 এর বিজয়ীদের কে সম্মানিত করেছেন ?
(ক) নরেন্দ্র মোদি
(খ) নির্মলা সীতারামন
(গ) পীযূষ গয়াল
(ঘ) রাজনাথ সিং ।
১০। সম্প্রতি কোন রাজ্যের পুলিশ সাইবার কংগ্রেস উদ্যোগ চালু করেছে
?
(ক) ওড়িশা
(খ) আসাম
(গ) বিহার
(ঘ) তেলেঙ্গানা ।
১১। সম্প্রতি
ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া স্নুকার ওপেন ক্রাউন
2023 জিতেছে লক্ষ্মণ রাওয়াত ।
১২।
সম্প্রতি কোন দেশ 13তম আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার
সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত ।
১৩।
সম্প্রতি পর্যটন মন্ত্রক কর্তৃক প্রথম বিশ্ব পর্যটন বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন
করা হবে নিউ দিল্লিতে ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২২শে জানুয়ারি ২০২৩ দেখুন ।