Daily Bengali Current Affairs 22nd January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। কোন রাজ্য সরকার
সম্প্রতি এন চন্দ্রশেখরনকে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান নিযুক্ত করেছে ?
(ক) রাজস্থান
(খ) উত্তর প্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
২। সম্প্রতি
ADB ‘শ্রীরাম ফাইন্যান্স’ কে কত মিলিয়ন ডলার ঋণ দিয়েছে ?
(ক) 200
(খ) 150
(গ) 100
(ঘ) 300
।
৩। কোন রাজ্যের
“নিজাত অভিযান” সম্প্রতি IACP 2022 পুরস্কার পেয়েছে ?
(ক) গুজরাট
(খ) মহারাষ্ট্র
(গ) ছত্তিশগড়
(ঘ) ওড়িশা ।
৪। সম্প্রতি ভারতের
দ্বিতীয় দীর্ঘতম কেবল-স্থিত আট লেনের জুয়ারি সেতু কোথায় উদ্বোধন করা হয়েছিল ?
(ক) পাঞ্জাব
(খ) নেপাল
(গ) গোয়া
(ঘ) ভারত ।
৫। সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জের MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) সুন্দরমন রামমূর্তি
(খ) রেণুকা সিং
(গ) আরশদীপ সিং
(ঘ) রাজীব বদল ।
৬। সম্প্রতি
কর্ণাটকের মান্ডায় “মেগা ডেইরি” কে উদ্বোধন করেছেন ?
(ক) বি কে ত্যাগী
(খ) মুকেশ আম্বানি
(গ) পীযূষ গয়াল
(ঘ) অমিত শাহ ।
৭। সম্প্রতি উত্তরপ্রদেশের
‘প্রথম মহিলা পুলিশ কমিশনার’ কে হয়েছেন ?
(ক) প্রতিভা সিং
(খ) গীতা সিং
(গ) লক্ষ্মী সিং
(ঘ) অরুণা সিং ।
৮। সম্প্রতি ‘নীলমণি
ফুকন’ মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) গায়ক
(খ) সাংবাদিক
(গ) কবি
(ঘ) লেখক ।
৯। সম্প্রতি
কে MOIL-এর “চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর” হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?
(ক) বাংলাদেশ
(খ) আমেরিকা
(গ) সাইপ্রাস
(ঘ) শ্রীলংকা ।
১০। সম্প্রতি
RTI জবাবদিহিতার ক্ষেত্রে সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী রাষ্ট্র কোনটি ?
(ক) মহারাষ্ট্র
(খ) গুজরাট
(গ) বিহার
(ঘ) তামিলনাড়ু ।
১১। সম্প্রতি
ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর নতুন স্মৃতিসৌধ স্কটল্যান্ডে নির্মিত হবে ।
১২।
সম্প্রতি দিল্লী রাজ্য সরকার তার সৌর নীতি 2022-এর খসড়া অনুমোদন করেছে ।
১৩।
সম্প্রতি বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেন সোনার পদক জিতেছেন
।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে জানুয়ারি ২০২৩ দেখুন ।