Daily Bengali Current Affairs 21st January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোন
রাজ্যের কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যানে একটি বিরল কমলা রঙের বাদুড় পাওয়া গেছে ?
(ক) রাজস্থান
(খ) মহারাষ্ট্র
(গ) ছত্তিশগড়
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
২। সম্প্রতি
কোথায় একদিনের ইন্ডিয়া কোল্ড চেইন কনক্লেভের আয়োজন করা হয়েছে ?
(ক) কেরালা
(খ) মহারাষ্ট্র
(গ) নতুন দিল্লি
(ঘ) পশ্চিমবঙ্গ
।
৩। সম্প্রতি
কোন রাজ্য সরকার ছাত্রীদের 60 দিনের মাতৃত্বকালীন ছুটির অনুমতি দিয়েছে ?
(ক) আসাম
(খ) মহারাষ্ট্র
(গ) কেরালা
(ঘ) ওড়িশা ।
৪। সম্প্রতি ভারত
এবং কোন দেশ মৈত্রী পাইপলাইন ডিজেল সরবরাহ করবে ?
(ক) শ্রীলংকা
(খ) নেপাল
(গ) বাংলাদেশ
(ঘ) ভারত ।
৫। মানবতার সেবার জন্য সম্প্রতি বাহরাইনের ISA পুরস্কার কে জিতেছেন
?
(ক) Sanduk Ruit
(খ) Cameron Greek
(গ) Ishan Kishan
(ঘ) ensen Huang ।
৬। সম্প্রতি
ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইনডেক্স 2023-এ কে শীর্ষে আছে ?
(ক) সত্য নাদেলা
(খ) মুকেশ আম্বানি
(গ) সুন্দর পিচাই
(ঘ) জেনসেন হুয়াং ।
৭। সম্প্রতি জাতীয়
স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) পঙ্কজ মোহন
(খ) সুন্দর পিচাই
(গ) প্রবীণ শর্মা
(ঘ) নিতিন পরাঞ্জপে ।
৮। সম্প্রতি 'নীলমণি
ফুকন' মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) গায়ক
(খ) সাংবাদিক
(গ) কবি
(ঘ) লেখক ।
৯। সম্প্রতি
কোন দেশের ক্রিকেটার হাশিম আমলা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ?
(ক) প্যারিস
(খ) ইথিওপিয়া
(গ) দক্ষিন আফ্রিকা
(ঘ) অস্ট্রেলিয়া ।
১০। কোন
IIT সম্প্রতি দেশীয়ভাবে স্বয়ংসম্পূর্ণ মোবাইল অপারেটিং সিস্টেম “BharOS”
তৈরি করেছে ?
(ক) IIT Delhi
(খ) IIT Kanpur
(গ) IIT Roorkee
(ঘ) IIT Madras ।
১১। সম্প্রতি আমেরিকান সিটি কাউন্সিলের সদস্য হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ লেসবিয়ান মহিলা হয়েছেন জননী রামচন্দ্রন ।
১২।
সম্প্রতি হকি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় নথিভুক্ত করেছে নেদারল্যান্ডস ।
১৩।
সম্প্রতি মাদ্রিদে আন্তর্জাতিক পর্যটন মেলা FITUR 2023 শুরু হয়েছে ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে জানুয়ারি ২০২৩ দেখুন ।