Daily Bengali Current Affairs 19th December 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি নয়াদিল্লিতে হকি বিশ্বকাপের ট্রফি কে উন্মোচন
করেছেন ?
(ক) পীযূষ গয়াল
(খ) নরেন্দ্র মোদি
(গ) অনুরাগ ঠাকুর
(ঘ) কিরণ রিজুজু ।
২। সম্প্রতি কে পৃথিবীর জল জরিপ করার জন্য একটি আন্তর্জাতিক
মিশন চালু করেছে ?
(ক) CISR
(খ) CNSA
(গ) NASA
(ঘ) ISRO ।
৩। সম্প্রতি 'সংখ্যালঘু অধিকার দিবস' কবে পালিত হয়েছে ?
(ক) 19 ডিসেম্বর
(খ) 20 ডিসেম্বর
(গ) 18 ডিসেম্বর
(ঘ)
17 ডিসেম্বর ।
৪। কোন দেশ সম্প্রতি তীব্র প্রতিবাদের মধ্যে দেশব্যাপী জরুরি
অবস্থা ঘোষণা করেছে ?
(ক) ইংল্যান্ড
(খ) বাংলাদেশ
(গ) পেরু
(ঘ) জাপান ।
৫। সম্প্রতি GST কাউন্সিলের 48তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(ক) নতুন দিল্লি
(খ) বেঙ্গালুরু
(গ) মুম্বাই
(ঘ) উত্তরাখণ্ড ।
৬। কোন রাজ্য সরকার সম্প্রতি গলদা চর্মরোগের জন্য বিনামূল্যে
টিকা দেওয়ার ঘোষণা করেছে ?
(ক) হরিয়ানা
(খ) রাজস্থান
(গ) উত্তরাখন্ড
(ঘ) ওড়িশা
৭। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি সমকামী বিবাহ আইনে স্বাক্ষর করেছেন ?
(ক) জাপান
(খ) ফ্রান্স
(গ) আমেরিকা
(ঘ) রাশিয়া ।
৮। সম্প্রতি কলকাতায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের সভায়
সভাপতিত্ব করেছেন কে ?
(ক) পীযূষ গয়াল
(খ) রাজনাথ সিং
(গ) অমিত শাহ
(ঘ) নরেন্দ্র মোদি ।
৯। সম্প্রতি কোন রাজ্যের “রক্তসে কার্পো খুবানি” জি. আই ট্যাগ পেয়েছে ?
(ক) রাজস্থান
(খ) পাঞ্জাব
(গ) লাদাখ
(ঘ) ঝাড়খন্ড ।
১০। সম্প্রতি কে মুম্বাই এবং সান ফ্রান্সিসকোর মধ্যে সরাসরি
ফ্লাইটের উদ্বোধন করেছেন ?
(ক) এস জয়শঙ্কর
(খ) নরেন্দ্র মোদি
(গ) পীযূষ গয়াল
(ঘ) জ্যোতিরাদিত্য
সিন্ধিয়া ।
১১। সম্প্রতি, লোকসভা
হিমাচল প্রদেশ রাজ্যের ST তালিকায় হাতি সম্প্রদায়কে যুক্ত করার বিল
অনুমোদন করেছে ।
১২। HDFC
Bank সম্প্রতি সামাজিক স্টার্টআপগুলির জন্য তার ষষ্ঠ বার্ষিক অনুদান
কর্মসূচি চালু করেছে ।
১৩। সম্প্রতি
2022 সালে সবচেয়ে বেশি লেখা ক্রীড়াবিদ হয়েছেন নীরজ চোপড়া ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই ডিসেম্ববর ২০২২ দেখুন ।