Latest

Sunday, December 18, 2022

Daily Bengali Current Affairs 18th December 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই ডিসেম্বর ২০২২

 Daily Bengali Current Affairs 18th December 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 18th December 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই ডিসেম্বর ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি হোয়াটসঅ্যাপ পে ইন্ডিয়ার প্রধান পদত্যাগ করেছেন, তার নাম কী ?

(ক) বি কে ত্যাগী    

(খ) ডঃ পি সি রথ     

(গ) বিনয় চোলেতি     

(ঘ) রাজীব কুমার  

২। সম্প্রতি কোথায় রিলায়েন্স গ্রুপ FMCG ব্র্যান্ড ইন্ডিপেন্ডেন্স চালু করেছে ?

(ক) উত্তরপ্রদেশ     

(খ) হরিয়ানা    

(গ) গুজরাট   

() পশ্চিমবঙ্গ

৩। সম্প্রতি ষষ্ঠব্যাদগী তালুক সাহিত্য সম্মেলনকবে আয়োজিত হয়েছে ?

(ক) 18 ডিসেম্বর  

(খ) 15 ডিসেম্বর 

(গ) 16 ডিসেম্বর  

(ঘ) 17 ডিসেম্বর  

৪। সম্প্রতি ভারত সরকার কোন দেশের নাগরিকদের 10000 USD মূল্যের ভারতীয় রুপি নগদে রাখার অনুমতি দিয়েছে ?

(ক) ভূটান   

(খ) বাংলাদেশ   

(গ) শ্রীলংকা   

(ঘ) জাপান  

৫। সম্প্রতি কোন দেশের রাজধানী 2025 সালের পরে নতুন বাড়ি তৈরির জন্য সোলার প্যানেল বাধ্যতামূলক করেছে ?

(ক) জাপান   

(খ) আমেরিকা    

(গ) ভারত     

(ঘ) ইংল্যান্ড  

৬। সম্প্রতি কোন রাজ্যের গামোচা জিআই ট্যাগ পেয়েছে ?

(ক) উত্তর প্রদেশ   

(খ) রাজস্থান   

(গ) উত্তরাখন্ড   

(ঘ) আসাম

৭। সম্প্রতি Microsoft এবং Baysat বিশ্বব্যাপী ইন্টারনেট প্রদানে অংশীদারিত্ব করেছে কবে পর্যন্ত ?

(ক) 2027    

(খ) 2026   

(গ) 2025    

(ঘ) 2030 

৮। সম্প্রতিরেহান আহমেদকোন দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন ?

(ক) ভারত   

() আফগানিস্তান   

(গ) ইংল্যান্ড    

(ঘ) বাংলাদেশ

৯। কোন রাজ্য সরকার সম্প্রতি সড়ক দুর্ঘটনা কমাতে 15-দফা কৌশল তৈরি করেছে ?

(ক) রাজস্থান  

(খ) পাঞ্জাব   

(গ) হরিয়ানা   

(ঘ) ঝাড়খন্ড

১০। যিনি সম্প্রতি উদীয়মান সুযোগ তহবিল চালু করেছেন ?

(ক) TATA IAS  

(খ) ICICI PRUDENTIAL

(গ) HDFC ERGO  

(ঘ) TATA AIA Life Insurance  


১১ উত্তরপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি সিঙ্গাপুরের সাথে এমওইউ স্বাক্ষর করেছে

১২ সম্প্রতি EIU দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং ইনডেক্সে শীর্ষে আছে নিউইয়র্ক

১৩ সম্প্রতি 2032 অলিম্পিক আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন Cindy hook


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই ডিসেম্ববর ২০২২ দেখুন ।