WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 6
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 6 || পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি পর্ব - ৬ || Free PDF ।
প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা তোমরা জানো যে পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি থাকে । তাই আমি তোমাদের অনুশীলনের জন্য এবং যাতে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে বা প্রস্তুত করতে পারো , কিছু বাংলা পেডাগগি শেয়ার করলাম । আশা করি তোমাদের কাজে আসবে । যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ো । তাহলে আমি আরও কিভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব ।
WB PRIMARY TET BENGALI PEDAGOGY
WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 6
১। পাঠ অনুধাবন
ক্ষমতা পরীক্ষার জন্য শিক্ষক মহাশয় কি ধরনের প্রশ্ন করবেন –
(ক) এমন প্রশ্ন করবেন যাতে শিক্ষার্থীরা ত্রুটিহীন
উত্তর লিখতে উৎসাহিত হয়।
(খ) এমন প্রশ্ন করবেন যাতে ছাত্রদের পাঠ্যাংশের
জ্ঞানকে সর্বাঙ্গীন ভাবে পরীক্ষা করা যায়
(গ) এমন প্রশ্ন করবেন যাতে পাঠ্যাংশে ব্যবহৃত
ভাষা ও শব্দের গুরুত্ব প্রকাশ পায়
(ঘ) এমন প্রশ্ন করবেন যাতে শিক্ষার্থীর অনুধাবন
ক্ষমতা ছাড়াও, অনুমিতি, ব্যাখ্যা ও মূল্যায়ণ ক্ষমতার পরীক্ষা করা যায় ।
২। ভাষা শিক্ষার
ক্ষেত্রে পর্যবেক্ষন হল —
(ক) প্রধান মাধ্যম
(খ) বিশেষ একটি মাধ্যম
(গ) অপ্রধান মাধ্যম
(ঘ) সবগুলি
৩।
“Pedagogy” —কথাটির অর্থ হল –
(ক) শিক্ষণ পদ্ধতি (Teaching Method)
(খ) শিক্ষণ দক্ষতা (Teaching Skill)
(গ) শিখন ও শিক্ষণের বিজ্ঞান (Science of
Teaching)
(ঘ) কোনটিই নয় ।
৪।
“Teaching” বা শিক্ষণ হল –
(ক) একটি প্রক্রিয়া বা পদ্ধতি (Method)
(খ) একটি কৌশল (Teaching)
(গ) একটি আর্ট বা শিল্প
(ঘ) একটি প্রসেস্
৫। একটি চলচ্চিত্রে
Dislescia শব্দটির ব্যবহার আমরা পেয়ে থাকি এটি আসলে –
(ক) গাণিতিক সমস্যা
(খ) দৈহিক সমস্যা
(গ) ভাষাগত সমস্যা
(ঘ) মানসিক সমস্যা
৬। একটি আদর্শ
পাঠের বৈশিষ্ট্য হল –
(ক) উচ্চস্বরে ও মুখ বিক্রিত করে পাঠ
(খ) ধীর গতিতে ও সঠিক অভিব্যক্তির মাধ্যমে
পাঠ
(গ) নীরবে ও দ্রুত গতিতে পাঠ
(ঘ) সঠিক গতিতে ও নির্ভুলতার সঙ্গে পাঠ ।
৭। পাঠ্যক্রমে
পাঠ্যসূচী ও তার বিষয়বস্তু হবে—
(ক) মাতৃ ভাষার ওপর নির্ভরশীল
(খ) চলিত ও সাধু ভাষার সংমিশ্রনে
(গ) শুধুমাত্র সাধু ভাষার ওপর নির্ভরশীল
(ঘ) শুধুমাত্র চলিত ভাষার ওপর নির্ভরশীল ।
৮। ব্যকরণ
শিক্ষাদান স্বার্থক করে তোলার উপায় –
(ক) পাঠ্য পুস্তক সঠিকভাবে অনুসরণ করে
(খ) পাঠ্য পুস্তক মুখস্থ করা
(গ) পাঠ্য পুস্তকের ব্যকরণের অংশ ভালোভাবে
আয়ত্ব করে
(ঘ) উপযুক্ত শিক্ষকের সহযোগিতায় নির্দিষ্ট
পদ্ধতি অবলম্বনের সাহায্যে ।
৯। ব্যাকারণ
শিক্ষা ভাষা শিখনের ক্ষেত্রে –
(ক) সহায়ক
(খ) গুরুত্ববাহী
(গ) ভারবাহী
(ঘ) সমস্যা বহুল ।
১০। “বাক্য
বিন্যাস, ধ্বনি, শব্দের অর্থ ও প্রয়োগ” - এই চারটি হল –
(ক) শিক্ষা বিষয়ক উপকরণ
(খ) লিখনের বৈশিষ্ট্য
(গ) ভাষার উপাদান
(ঘ) শিখনের বৈশিষ্ট্য ।
১১। “মনের
ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত না, ধ্বনির দ্বারা নিষ্পন্ন শব্দ
সমষ্টিকে ভাষা বলে”– একথা বলেছেন ?
(ক) মহঃ শাহীদুল্লাহ
(খ) ডঃ সুকুমার সেন
(গ) ডঃ অসিত কুমার বন্দোপাধ্যায়
(ঘ) ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ।
১২। যখন একটি
ভাষা কোন রকম শিক্ষা বা অনুশীলন ছাড়াই বলা যায় তাকে বলে –
(ক) অনুশীলন শিক্ষা
(খ) প্রথম ভাষা বা মাতৃভাষা শিক্ষা
(গ) যথার্থ ভাষা শিক্ষণ
(ঘ) জ্ঞান শিক্ষা ।
১৩। সাহিত্য
পাঠের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল কতটা গ্রহণযোগ্য –
(ক) একেবারেই নয়
(খ) আংশিক
(গ) সম্পূর্ণ
(ঘ) কোনটিই নয় ।
১৪। মৌলিক
লেখন (Creative Writing) কার্যক্রম পরিকল্পনা (activity Planned) সেই সকল ছাত্রদের
জন্য করা উচিত যারা –
(ক) পড়াশুনায় উন্নত
(খ) বলা এবং লেখায় সুসংহত বাক্য ব্যবহার করতে
পারে
(গ) সংবাদপত্র বা ম্যাগাজিনের জন্য লিখতে চায়
(ঘ) সাধারণ মানের ।
১৫।
“Language Development is a social activity”- কথাটি বলেছেন –
(ক) রুশো
(খ) অ্যালেন
(গ) প্লেটো
(ঘ) এ.এইচ গার্ডিনার ।
উত্তরঃ-
১। (ঘ) , ২। (খ) , ৩। (গ) , ৪। (ক) , ৫। (গ) , ৬। (ঘ) , ৭। (ক) , ৮। (ঘ) , ৯। (খ) , ১০। (গ) , ১১। (ঘ) , ১২। (খ) , ১৩। (ক) , ১৪। (খ) , ১৫ (খ)।
আজকের WB PRIMARY TET BENGALI PEDAGOGY এর PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড লিঙ্কে করো - Download PDF Click Here ।