Daily Bengali Current Affairs 23rd August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ‘সন্ত্রাসবাদের শিকারদের প্রতি আন্তর্জাতিক স্মরণ ও
শ্রদ্ধা দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) 18 আগস্ট
(খ) 19 আগস্ট
(গ) 21 আগস্ট
(ঘ) 20 আগস্ট।
২। সম্প্রতি কোন রাজ্যের ‘Mithila Makhana’ কে GI ট্যাগ দেওয়া
হয়েছে ?
(ক) মহারাষ্ট্র
(খ) কেরালা
(গ) বিহার
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৩। সম্প্রতি 23তম সেন্ট্রাল জোনাল কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত
হয়েছিল ?
(ক) পুনে
(খ) ভোপাল
(গ) কলকাতা
(ঘ) জয়পুর ।
৪। সম্প্রতি 65তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত
হবে ?
(ক) শ্রীলংকা
(খ) আমেরিকা
(গ) কানাডা
(ঘ) শ্রীলংকা ।
৫। সম্প্রতি বিল গেটস ফাউন্ডেশন এর বোর্ড অফ ট্রাস্টিতে কাকে মনোনীত
করেছে ?
(ক) আশিস ধাওয়ান
(খ) মুকুল জৈন
(গ) প্রিয়া মালিক
(ঘ) শ্বেতা সিং ।
৬। সম্প্রতি মঙ্গলম স্বামীনাথন ফাউন্ডেশন কোন রাজ্যে সহিংসতার শিকারদের
জন্য পেনশন ঘোষণা করেছে ?
(ক) মহারাষ্ট্র
(খ) মধ্য প্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) কেরালা ।
৭। সম্প্রতি কোন রাজ্যে মোক্ষধাম প্রকল্প শুরু হয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) আসাম ।
৮। নয়ারা নূর সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) ক্রিকেটার
(খ) লেখক
(গ) গায়ক
(ঘ) কবি ।
৯। সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার সামুদ্রিক মহড়া কোথায় শেষ হয়েছে
?
(ক) নতুন দিল্লি
(খ) বিহার
(গ) পার্থ
(ঘ) ভোপাল ।
১০। সম্প্রতি ক্রিপ্টো কাপে আর প্রজ্ঞানন্দ কে পরাজিত করেছেন ?
(ক) পুরুষোত্তম রুপালা
(খ) হর্ষিত রাজ
(গ) ম্যাগনাস কার্লসন
(ঘ) সাইফ
আহমেদ ।
১২। সম্প্রতি BIMSTEC দলের প্রধান তেনজিন লাকফেল ভারতে চার দিনের সফরে এসেছেন ।
১৩। সম্প্রতি ভারতের প্রথম দেশীয় তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল বাস চালু করা হয়েছিল পুনেতে ।