Daily Bengali Current Affairs 12th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি 44তম দাবা অলিম্পিয়াড 2022-এ ভারতীয় পুরুষ ও মহিলা
দল কোন পদক জিতেছে ?
(ক) সোনা
(খ) রূপা
(গ) ব্রোঞ্জ
(ঘ) কোনটিই নয় ।
২। সম্প্রতি লন্ডনে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2022-এ ভবানী
দেবী কোন পদক জিতেছেন ?
(ক) ব্রোঞ্জ
(খ) সিলভার
(গ) সোনা
(ঘ) কিছুই না ।
৩। সম্প্রতি JCIHK কর্তৃক বিশ্ব নারী উদ্যোক্তা পুরস্কার 2022 কে
জিতেছেন ?
(ক) মনীষা রোপেটা
(খ) সঙ্গীতা অভয়ন
(গ) শ্বেতা সিং
(ঘ) এদের কেউ নয় ।
৪। দাবা অলিম্পিয়াড 2026 কোথায় FIDE দ্বারা আয়োজিত হবে ?
(ক) অস্ট্রেলিয়া
(খ) ভারত
(গ) উজবেকিস্তান
(ঘ) কানাডা ।
৫। সম্প্রতি আসাম এবং কোন রাজ্য সীমান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে
একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে?
(ক) মিজোরাম
(খ) ওড়িশা
(গ) অন্ধ্র প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৬। সম্প্রতি মন্ত্রিসভা ভারত এবং কোন দেশের মধ্যে অডিও ভিজ্যুয়াল
সহ-উৎপাদন চুক্তি অনুমোদন করেছে ?
(ক) ইজরায়েল
(খ) ফ্রান্স
(গ) বাংলাদেশ
(ঘ) অস্ট্রেলিয়া ।
৭। কোন রাজ্য সম্প্রতি একটি নতুন ‘অনুচ্ছেদ 3A’ সন্নিবেশ করার
জন্য সংবিধান (সংশোধনী) বিল 2022 পেশ করেছে ?
(ক) মহারাষ্ট্র
(খ) তেলেঙ্গানা
(গ) অন্ধ্র প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। সম্প্রতি আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি প্লেয়ার র্যাঙ্কিংয়ে
শীর্ষে কে ?
(ক) মেগ ল্যানিং
(খ) রেণুকা সিং
(গ) বেথ মুনি
(ঘ) অ্যালিসা হিলি ।
৯। সম্প্রতি “ভার্চুয়াল এশিয়ান রিজিওনাল ফোরাম”-এর সভা কে আয়োজন
করেছে ?
(ক) শিক্ষা মন্ত্রণালয়
(খ) নীতি আয়োগ
(গ) নির্বাচন কমিশন
(ঘ) পররাষ্ট্র
মন্ত্রণালয় ।
১০। রুডি কার্টজেন সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) ডাক্তার
(খ) ক্রিকেটার
(গ) আম্পায়ার
(ঘ) ফুটবলার ।
১২। সম্প্রতি কারগিল বীর যোগেন্দ্র সিং যাদবের জীবনী ‘ব্র্যাভো যাদব’ লিখেছেন দীপক সিং ।