Daily Bengali Current Affairs 3rd July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী মোদী বোশ ইন্ডিয়ার স্মার্ট ক্যাম্পাস
উদ্বোধন করেছেন ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) মুম্বাই
(গ) ব্যাঙ্গালোর
(ঘ) তেলেঙ্গানা ।
২। কে সম্প্রতি ফ্যানকোডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন
?
(ক) এম এস ধোনি
(খ) সৌরভ গাঙ্গুলী
(গ) রবি শাস্ত্রী
(ঘ) শচীন টেন্ডুলকার ।
৩। সম্প্রতি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কবে পালিত হয়েছে ?
(ক) ৩ জুলাই
(খ) ২ জুলাই
(গ) ১ জুলাই
(ঘ) ৩০ জুন ।
৪। কোন রাজ্য সরকার সম্প্রতি “নারী কো নমন যোজনা” চালু করেছে ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) হরিয়ানা
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) মধ্য প্রদেশ ।
৫। সম্প্রতি AAI কোন রাজ্য সরকারের সাথে চুক্তি করেছে ?
(ক) তেলেঙ্গানা
(খ) উত্তর প্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার ।
৬। সম্প্রতি ভারত এবং কোন দেশ দেরাদুনে 9তম আর্মি টু আর্মি স্টাফ
আলোচনার আয়োজন করেছে ?
(ক) ভারত
(খ) ইংল্যান্ড
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) সুইডেন ।
৭। সম্প্রতি তিন দিনব্যাপী ‘গ্র্যান্ড হ্যাকাথন’ কে শুরু করেছেন
?
(ক) রাম নাথ কোবিন্দ
(খ) অমিত শাহ
(গ) পীযূষ গয়েল
(ঘ) এদের কেউ নয় ।
৮। সম্প্রতি কে CII কোয়ালিটি রত্ন পুরস্কার 2021 পুরস্কৃত হয়েছে
?
(ক) সন্দীপ কুমার গুপ্ত
(খ) কস্তুরী সাবেকার
(গ) অশোক সুতা
(ঘ) তপন কুমার ডেকা ।
৯। সম্প্রতি QS দ্বারা প্রকাশিত ‘বেস্ট স্টুডেন্টস সিটি ইনডেক্স
2023’-এ কে শীর্ষে আছে ?
(ক) টোকিও
(খ) রোম
(গ) লন্ডন
(ঘ) প্যারিস ।
১০। কে সম্প্রতি FATF এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ?
(ক) পরমেশ্বরন আইয়ার
(খ) অর্জুন মুন্ডা
(গ) টি রাজা কুমার
(ঘ) নিতিন গুপ্ত ।
১২। সম্প্রতি টেলিযোগাযোগ দপ্তর ITI লিমিটেড এবং BSNL সঙ্গে চুক্তি করেছে ।
১৩। সম্প্রতি ইয়ার ল্যাপিড ইজরায়েল দেশের 14তম প্রধানমন্ত্রী হয়েছেন ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here