Latest

Thursday, July 21, 2022

Daily Bengali Current Affairs 21st July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 21st July 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 21st July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি বিশ্ব দাবা দিবস কবে পালিত হয়েছে ?

(ক 21 জুলাই     

(খ) 19 জুলাই      

(গ) 20 জুলাই    

(ঘ) 22 জুলাই

২। কার রচিত “The Resilient Entrepreneur: Strategies to Setup for Success” বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ?

(ক) গীতা পিরামল    

(খ) শ্রীরাম চোলিয়া    

(গ) ধৃতি শাহ    

(ঘ) প্রার্থনা বাত্রা ।

৩। সম্প্রতি এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে হর্ষদা গরুড় কোন পদক জিতেছেন ?

(ক) ব্রোঞ্জ    (খ) সোনা   (গ) রূপা   (ঘ) কোনটিই নয়

৪। কোন আইআইটি সম্প্রতি একটি স্পেস রোবটের জন্য একটি জৈব-অনুপ্রাণিত কৃত্রিম পেশী তৈরি করেছে ?

(ক) IIT Delhi   

(খ) IIT Madras    

(গ) IIT Kanpur  

(ঘ) IIT Mumbai

৫। সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন সদস্য হয়েছেন ?

(ক) রাজ শুক্লা   

(খ) রাজনাথ সিং    

(গ) সংকল্প গুপ্ত    

(ঘ) মনোজ কুমার  

৬। কোন দেশের খেলোয়াড় তামিম ইকবাল সম্প্রতি T20I ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ?

(ক) ইংল্যান্ড    

(খ) ভারত     

(গ) বাংলাদেশ    

(ঘ) নিউজিল্যান্ড  

৭। সম্প্রতি BCCI -এর নতুন এথিক্স অফিসার কে হয়েছেন ?

(ক) ব্রিজেশ কুমার     

(খ) রাজেন্দ্র প্রসাদ     

(গ) বিনীত শরণ    

(ঘ) এদের কেউ নয়

৮। সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হিসেবে কাকে গ্রহণ করা হবে ?

(ক) জার্মানি   

() রাশিয়া     

(গ) ইরান    

(ঘ) নিউজিল্যান্ড

৯। সম্প্রতি ইউরোমানি কোনটিকে বিশ্বের সেরা SME ব্যাংক হিসেবে ঘোষণা করেছে ?

(ক) HDFC Bank    

(খ) Axis Bank    

(গ) DBS Bank    

(ঘ) SBI Bank  

১০। সম্প্রতি কে SEBI-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

(ক) বিনীত শরণ      

(খ) ব্রিজেশ কুমার     

(গ) প্রমোদ রাও     

(ঘ) রাজেন্দ্র প্রসাদ


১১। সম্প্রতি MSME মন্ত্রী নারায়ণ রানে মুম্বাই -এ মোবাইল ইলেকট্রিক চার্জিং অ্যাপ চালু করেছেন ।
১২। সম্প্রতি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে জুলাই ২০২২ দেখুন ।