Daily Bengali Current Affairs 22nd July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন রাজ্য সরকার সম্প্রতি “মিশন বুনিয়াদ” এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) পাঞ্জাব
(গ) দিল্লী
(ঘ) হরিয়ানা ।
২। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আদি তাঁতিদের কল্যাণে স্বর্ণবীর
নারী যোজনা চালু করেছেন ?
(ক) হরিয়ানা
(খ) উত্তরাখণ্ড
(গ) আসাম
(ঘ) দিল্লী ।
৩। 13 তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ সম্প্রতি কোথায় শুরু হয়েছে
?
(ক) জার্মানি
(খ) বাংলাদেশ
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ইংল্যান্ড ।
৪। সম্প্রতি “ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স”-এর তৃতীয় সংস্করণ প্রকাশিত
হবে ?
(ক) Ministry of Electronics & IT
(খ) Finance Ministry
(গ) NITI Aayog
(ঘ) Finance Ministry ।
৫। সম্প্রতি কেন্দ্রীয় সরকার নর্দমা এবং সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের
জন্য কী নামে একটি নতুন জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করেছে ?
(ক) NAMASTE
(খ) SAFAIYAN
(গ) CLEARTEC
(ঘ) কোনটিই নয় ।
৬। সম্প্রতি কোন দেশের জেদ্দা শহরে নিরাপত্তা ও উন্নয়নের জন্য
জেদ্দা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?
(ক) ইরান
(খ) ইজরায়েল
(গ) সৌদি আরব
(ঘ) সংযুক্ত আরব আমিরাত ।
৭। সম্প্রতি মারা গেছেন অজয় পারিদা, কে ছিলেন তিনি ?
(ক) চলচ্চিত্র প্রযোজক
(খ) লেখক
(গ) বিজ্ঞানী
(ঘ) গায়ক ।
৮। সম্প্রতি কার লেখা “বিয়ন্ড দ্য মিস্টি ওয়েল” বইটি প্রকাশিত
হয়েছে ?
(ক) গীতা পিরামল
(খ) ধৃতি শাহ
(গ) আরাধনা জোহরি
(ঘ) প্রার্থনা বাত্রা ।
৯। সম্প্রতি কোন টেলিকম কোম্পানি ভারতের প্রথম 5G প্রাইভেট নেটওয়ার্ক
সফলভাবে পরীক্ষা করেছে ?
(ক) JIO
(খ) BSNL
(গ) Airtel
(ঘ) VI ।
১০। সম্প্রতি কে রতন ইন্ডিয়া পাওয়ারের এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন
?
(ক) বিনীত শরণ
(খ) ব্রিজেশ কুমার
(গ) ব্রিজেশ গুপ্ত
(ঘ) রাজেন্দ্র প্রসাদ ।
১২। সম্প্রতি Bajaj Allianz জীবন বীমা পণ্য অফার করার জন্য DBS Bank এর সাথে অংশীদারিত্ব করেছে ।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে জুলাই ২০২২ দেখুন ।