Latest

Wednesday, July 20, 2022

Daily Bengali Current Affairs 20th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 20th July 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 20th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত শুরু করেছে ?

(ক) আসাম     

(খ) কেরালা      

(গ) রাজস্থান    

(ঘ) অন্ধ্র প্রদেশ

২। ভারতীয় ক্রিকেট দলের কোন প্রাক্তন অধিনায়ককে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট সম্মানিত করেছে ?

(ক) শচীন টেন্ডুলকার    

(খ) এম এস ধোনি    

(গ) সৌরভ গাঙ্গুলী    

(ঘ) কপিল দেব ।

৩। সম্প্রতি ISSF বিশ্বকাপে পুরুষদের স্কিট ইভেন্টে মেরাজ আহমেদ খান কোন পদক জিতেছেন ?

(ক) ব্রোঞ্জ    

(খ) সোনা   

(গ) রূপা   

(ঘ) কোনটিই নয়

৪। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম এশীয় ব্যাটসম্যান হিসেবে 1000 রান করেছেন কে ?

(ক) রোহিত শর্মা   

(খ) বিরাট কোহলি    

(গ) বাবর আজম  

(ঘ) এম এস ধোনি

৫। সম্প্রতি 'হ্যাপিনেস উৎসব' কোথায় পালিত হয় ?

(ক) দিল্লী   

(খ) মুম্বাই    

(গ) পাঞ্জাব    

(ঘ) হরিয়ানা  

৬। সম্প্রতি প্রকাশিত এক্সপেক্ট ইনসাইডার র‍্যাঙ্কিং 2022-এর শীর্ষে কে আছে ?

(ক) ইন্দোনেশিয়া    

(খ) ভারত     

(গ) মেক্সিকো    

(ঘ) তাইওয়ান  

৭। সম্প্রতি FIH মহিলা হকি বিশ্বকাপ 2022 কে জিতেছে ?

(ক) রাশিয়া     

(খ) আর্জেন্টিনা     

(গ) নেদারল্যান্ডস    

(ঘ)  জার্মানি ।

৮। সম্প্রতি কোন দেশের অলরাউন্ডার বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?

(ক) অস্ট্রেলিয়া    

() ফিনল্যান্ড     

(গ) ইংল্যান্ড    

(ঘ) নিউজিল্যান্ড

৯। সম্প্রতি ভারতী এয়ারটেল কোন কোম্পানিকে 01 বিলিয়ন মার্কিন ডলারে 1.2% ইক্যুইটি শেয়ার বরাদ্দ করেছে ?

(ক) Twitter    

(খ) Amazon    

(গ) Google    

(ঘ) Meta  

১০। সম্প্রতি ভূপিন্দর সিং মারা গেছেন তিনি কে ?

(ক) অভিনেতা      

(খ) লেখক     

(গ) গায়ক     

(ঘ) চলচ্চিত্র প্রযোজক


১১। NTPC সম্প্রতি Indian oil এর সাথে নবায়নযোগ্য শক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ।
১২। সম্প্রতি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ১৮ই জুলাই ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৯শে জুলাই ২০২২ দেখুন ।