WBSSC GROUP-C SYLLABUS
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি WBSSC GROUP-C SYLLABUS || পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কমিশনের গ্রুপ- সি সিলেবাস || FREE PDF DOWNLOAD ।
আশা করছি তোমাদের উপকারে আসবে ।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশন দ্রুত তাদের শূন্য পদের সংখ্যা চেয়ে পাঠিয়েছে ফলে বুঝতেই পারছো খুব শিগ্রই নোটিশ দেবে । তাই আমি তোমাদের আজকে WBSSC GROUP-C SYLLABUS সম্পর্কে আলোচনা করছি ।
WBSSC GROUP - C SYLLABUS DOWNLOAD PDF HERE
SYLLABUS FOR THE POST OF GROUP - C (CLERK)
(WRITTEN EXAMINATION)
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-সি (ক্লার্ক) নিয়োগ পরীক্ষার বিস্তারিত সিলেবাস।
সাধারণ জ্ঞান – ১৫ নম্বর
আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান এবং সমাজের উপর এটির প্রয়োগ বা প্রভাব ।
কারেন্ট অ্যাফেয়ার্স – ১৫ নম্বর
বর্তমান ঘটনা এবং প্রতিদিন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা, ভারত এবং অন্যান্য দেশ বিশেষত খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক বিজ্ঞান, রাজনীতি, ভারতীয় সংবিধান এবং বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।
সাধারণ ইংরেজি – ১৫ নম্বর
ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলি যেমন শব্দভাণ্ডার, ব্যাকরণ, বাক্য গঠন, প্রতিশব্দ, প্রতিশব্দ এবং এর সঠিক ব্যবহার ইত্যাদি ।
পাটিগণিত – ১৫ নম্বর
সরলকরণ, দশমিক, পুনরাবৃত্ত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, ল.সা.গু, গ.সা.গু, অংশীদারি, গড়, অনুপাত এবং অনুপাত, শতাংশ, লাভ-ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় এবং কার্য, সময়-দূরত্ব প্রভৃতি ।
নম্বর বিভাজনঃ-
লিখিত পরীক্ষা মোট – ৬০ নম্বর ।
অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন – ১০ নম্বর ।
পার্সোনালিটি টেস্ট – ৫ নম্বর ।
কম্পিউটার টাইপিং ও কম্পিউটার জ্ঞান – ২৫ নম্বর ।
মোট পরীক্ষা - ১০০ নম্বর ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
ক্লার্কের জন্যঃ- স্কুল ফাইনাল পাস / মধ্যমিক বা এটির সমতুল্য ।
পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কমিশনের গ্রুপ- সি সিলেবাস টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো -
সম্পূর্ণ বাংলায় সিলেবাস ডাউনলোড করুন - ডাউনলোড ।
ইংরাজিতে সিলেবাস ডাউনলোড করুন - Download .
আরও বিস্তারিত তথ্য ও পরের আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারো নীচে লিঙ্ক দেওয়া হল -
West Bengal School Service Commission