Daily Bengali Current Affairs 7th June 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। আলবেনিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন ?
(ক) রাচেল ম্যাডো
(খ) ইলির মেটা
(গ) বজরাম বেগজ
(ঘ) কেউ নয় ।
২। কোন রাজ্য বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদ থেকে গভর্নরকে অপসারণের
বিল অনুমোদন করেছে ?
(ক) রাজস্থান
(খ) উত্তরাখন্ড
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) হরিয়ানা ।
৩। “রাশিয়ান ভাষা দিবস” কবে পালিত হয় ?
(ক) ৫ জুন
(খ) ৬ জুন
(গ) ৪ জুন
(ঘ) ৩ জুন ।
৪। কে খেলো ইন্ডিয়া যুব গেমস 2021-এর প্রথম স্বর্ণপদক বিজয়ী হয়েছেন
?
(ক) স্বাতী ধিংড়া
(খ) বন্দিতা শর্মা
(গ) কাজল সরগর
(ঘ) প্রীতি সিনহা ।
৫। কোন দেশ প্রথমবারের মতো FIH হকি 5S চ্যাম্পিয়নশিপ জিতেছে ?
(ক) পোল্যান্ড
(খ) ভারত
(গ) আমেরিকা
(ঘ) সুইজারল্যান্ড ।
৬। কে ফ্রেঞ্চ ওপেন টেনিস গ্র্যান্ড স্ল্যাম 2022 জিতেছে ?
(ক) নোভাক জোকোভিচ
(খ) ক্যাসপার রুড
(গ) রাফায়েল নাদাল
(ঘ) কেউ নয় ।
৭।
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিলাসবহুল ক্রুজ লাইনার এক্সপ্রেসের
পতাকা উড়িয়ে দিয়েছেন ?
(ক) কেরালা
(খ) তামিলনাড়ু
(গ) পাঞ্জাব
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। কে সম্প্রতি পরিবেশ আন্দোলনের জন্য জীবনধারা শুরু করেছেন ?
(ক) রাজনাথ সিং
(খ) অমিত শাহ
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) রাম নাথ কোবিন্দ ।
৯। IIFA 2022 - এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ?
(ক) রণবীর সিং
(খ) অক্ষয় কুমার
(গ) ভিকি কৌশল
(ঘ) রণবীর কাপুর ।
১০। A Manimekhalai কোন ব্যাংকের নতুন এমডি হয়েছেন ?
(ক) Canara Bank
(খ) HDFC Bank
(গ) Union Bank of India
(ঘ) Central
Bank ।
১২। সম্প্রতি বিহারে FSSAI-এর জাতীয় খাদ্য পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে রাক্সউল এ ।
১৩। পাঞ্জাব রাজ্য সরকার সম্প্রতি একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করেছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here