Latest

Wednesday, June 8, 2022

Daily Bengali Current Affairs 8th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জুন ২০২২

 Daily Bengali Current Affairs 8th June 2022

Daily Bengali Current Affairs 8th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 8th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জুন  ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। আমেরিকা আয়োজিত বিশ্বের বৃহত্তম সামুদ্রিক মহড়া “রিম অফ দ্য প্যাসিফিক”- এ কোন দেশ অংশগ্রহণ করবে ?

(ক) চীন     

(খ) রাশিয়া     

(গ) ভারত     

(ঘ) আমেরিকা

২। সম্প্রতি প্রকাশিত খাদ্য নিরাপত্তা সূচকের শীর্ষে কে ?

(ক) পশ্চিমবঙ্গ       

(খ) উত্তরাখন্ড       

(গ) তামিলনাড়ু      

(ঘ) হরিয়ানা ।

৩। “'বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস” কবে পালিত হয় ?

(ক) ৫ জুন    

(খ) ৭ জুন    

(গ) ৪ জুন   

(ঘ) ৬ জুন  

৪। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2021-এ অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ কাবাডি খেলোয়াড় কে হয়েছেন ?

(ক) স্বাতী ধিংড়া   

(খ) বন্দিতা শর্মা    

(গ) ইতু মন্ডল   

(ঘ) প্রীতি সিনহা

৫। সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্স 2022-এ কে শীর্ষে আছে ?

(ক) ভারতবর্ষ   

(খ) ডেনমার্ক    

(গ) আমেরিকা   

(ঘ) সুইজারল্যান্ড

৬। কোন বিমানবন্দর নির্গমন কমাতে ইভি দিয়ে সমস্ত যানবাহন প্রতিস্থাপন করবে ?

(ক) মুম্বাই বিমানবন্দর   

(খ) চেন্নাই বিমানবন্দর   

(গ) দিল্লি বিমানবন্দর  

(ঘ) কেউ নয়  

৭। কোথায় ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি 4 সফলভাবে পরীক্ষা করা হয়েছে ?

(ক) কেরালা    

(খ) ওড়িশা    

(গ) পাঞ্জাব   

(ঘ)  পশ্চিমবঙ্গ

৮। একক নোডাল এজেন্সি ড্যাশবোর্ড কে চালু করেছে ?

(ক) রাজনাথ সিং    

() অমিত শাহ     

(গ) নির্মলা সীতারমন   

(ঘ) রাম নাথ কোবিন্দ  

৯। কোন রাজ্য ব্লু ডিউককে রাষ্ট্রীয় প্রজাপতি হিসাবে ঘোষণা করেছে ?

(ক) উত্তরাখণ্ড    

(খ) পাঞ্জাব    

(গ) সিকিম    

(ঘ) হরিয়ানা  

১০। সম্প্রতি অলোক কুমার চৌধুরী কোন ব্যাঙ্কের নতুন এমডি হয়েছেন ?

(ক) Canara Bank   

(খ) HDFC Bank    

(গ) State Bank of India   

(ঘ) Central Bank

 

১১। বহুজাতিক শান্তি মহড়া “এক্স খান কোয়েস্ট 2022” শুরু হয়েছে মঙ্গোলিয়াতে ।

১২। ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে নতুন দিল্লিতে ।

১৩। Garuda Aerospace এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এম এস ধোনি ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here