Daily Bengali Current Affairs 6th June 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা সাধারণত পাওয়া ইঁদুরের মধ্যে
নতুন করোনাভাইরাস শনাক্ত করেছেন?
(ক) নরওয়ে
(খ) ফিনল্যান্ড
(গ) সুইডেন
(ঘ) ভারত ।
২। ISRO চেয়ারম্যান কোথায় নতুন মহাকাশযান তৈরির সুবিধার উদ্বোধন
করেছেন ?
(ক) রাজস্থান
(খ) পশ্চিমবঙ্গ
(গ) কর্ণাটক
(ঘ) হরিয়ানা ।
৩। ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালিত হয় ?
(ক) ২ জুন
(খ) ৫ জুন
(গ) ৪ জুন
(ঘ) ৩ জুন ।
৪। নিখোঁজ শিশুদের খুঁজে পেতে সাহায্য করার জন্য কে একটি সতর্কতা
বৈশিষ্ট্য চালু করেছে ?
(ক) Twitter
(খ) WhatsApp
(গ) Instagram
(ঘ) Facebook ।
৫। কোন রাজ্যের শ্রেয়া লেনকা একজন পেশাদার পপ শিল্পী হয়ে প্রথম
ভারতীয় হয়েছেন ?
(ক) উত্তরাখণ্ড
(খ) ওড়িশা
(গ) রাজস্থান
(ঘ) হরিয়ানা ।
৬। 2022 সালের মে মাসে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি কত শতাংশ বেড়েছে
?
(ক) ২২.৭ শতাংশ
(খ) ২৫ শতাংশ
(গ) ১৫.৪৬ শতাংশ
(ঘ) ২৭.৫ শতাংশ ।
৭।
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কাংড়া উপত্যকা উৎসবের উদ্বোধন
করেছেন ?
(ক) উত্তরাখণ্ড
(খ) হিমাচল প্রদেশ
(গ) পাঞ্জাব
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। সম্প্রতি ভারত এবং কোন দেশ স্টকহোমে ইন্ডাস্ট্রি ট্রানজিশন ডায়ালগ
আয়োজন করেছে ?
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) সুইডেন
(ঘ) চীন ।
৯। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা নীতিতে যোগদানের পক্ষে
ভোট দিয়েছে ?
(ক) কানাডা
(খ) ফ্রান্স
(গ) ডেনমার্ক
(ঘ) জাপান ।
১০। সম্প্রতি কোন ব্যাঙ্ককে RBI 27.50 লক্ষ টাকা জরিমানা করেছে ?
(ক) Canara Bank
(খ) HDFC Bank
(গ) Punjab & Sind Bank
(ঘ) Central Bank ।
১২। Essar Power - এর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ট্রান্সমিশন লাইন কিনেছে আদানি গ্রুপ ।
১৩। দেশের বৃহত্তম জেওয়ার বিমানবন্দর নির্মাণ করবে Tata Projects ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here