Latest

Monday, June 13, 2022

Daily Bengali Current Affairs 13th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ই জুন ২০২২

 Daily Bengali Current Affairs 13th June 2022

Daily Bengali Current Affairs 13th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 13th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই জুন  ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি রাশিয়া এবং কোন দেশ দুই দেশের মধ্যে প্রথম হাইওয়ে ব্রিজ উন্মোচন করেছে ?

(ক) ভারত     

(খ) আমেরিকা     

(গ) চীন     

(ঘ) জাপান  

২। এক্সিম ব্যাংক কোন দেশে $55 মিলিয়ন লাইন অফ ক্রেডিট প্রদান করেছে ?

(ক) রাশিয়া       

(খ) ভারত       

(গ) শ্রীলংকা      

(ঘ) ইউক্রেন ।

৩। সম্প্রতি ‘শিশুশ্রম বিরোধী বিশ্ব দিবস’ কবে পালিত হয়েছে ?

(ক) 13 জুন    

(খ) 12 জুন    

(গ) 11 জুন   

(ঘ) 15 জুন  

৪। কোন রাজ্য সরকার অনলাইন গেমিং নিয়ন্ত্রণ করার জন্য একটি প্যানেল গঠন করেছে ?

(ক) ব্যাঙ্গালোর   

(খ) পাঞ্জাব    

(গ) তামিলনাড়ু   

(ঘ) মহারাষ্ট্র

৫। কোন ব্যাঙ্ক সম্প্রতি “ZestMoney”-এর সাথে অংশীদারিত্ব করেছে ?

(ক) SBI bank   

(খ) ICIC bank    

(গ) Indian bank    

(ঘ) HDFC bank

৬। সম্প্রতি কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সানওয়ে ফরমেন্তেরা ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছেন ?

(ক) সংকল্প গুপ্ত   

(খ) মিত্রভা গুহ   

(গ) ডি গুকেশ  

(ঘ) নিহাল সারিন  

৭। কোন রাজ্য সম্প্রতি 12টি নতুন সংরক্ষণ সংরক্ষণ এবং 03টি বন্যপ্রাণী অভয়ারণ্য পেয়েছে ?

(ক) পাঞ্জাব    

(খ) মহারাষ্ট্র   

(গ) হরিয়ানা   

(ঘ)  দিল্লী

৮। জাতিসংঘের সহকারী মহাসচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) মারিয়া-ফ্রান্সেসকা    

() বন্দিতা শর্মা     

(গ) রাবাব ফাতেমা   

(ঘ) ডাঃ স্বাতী ধিংড়া  

৯। কোন দেশ বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করতে সম্মত হয়েছে ?

(ক) মঙ্গোলিয়া    

(খ) চীন    

(গ) মালয়েশিয়া    

(ঘ) জার্মানি  

১০। কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি Green Open Access Rules চালু করেছে ?

(ক) স্বাস্থ্য মন্ত্রণালয়  

(খ) কৃষি মন্ত্রণালয়  

(গ) বিদ্যুৎ মন্ত্রণালয় 

(ঘ) শিক্ষা মন্ত্রণালয়

 

১১। সম্প্রতি, অযোধ্যার প্রাক্তন আইকনিক ক্রসিংয়ের নাম লতা মঙ্গেশকর এর নামে ঘোষণা করা হয়েছে ।
১২। সম্প্রতি ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক এবং সুইজারল্যান্ড দেশ UNSC-এর অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here