Daily Bengali Current Affairs 12th June 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোথায় জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ সুফি উৎসবের উদ্বোধন
করেছে ?
(ক) পুলওয়ামা
(খ) গুলমার্গ
(গ) শ্রীনগর
(ঘ) পাহলগাম ।
২। প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি কোথায় “IN-SPACe” উদ্বোধন করেছেন
?
(ক) সুরাট
(খ) কলকাতা
(গ) আহমেদাবাদ
(ঘ) ভাদোদরা ।
৩। সম্প্রতি পুষ্প কুমার জোশী কোন কোম্পানির অন্তর্বর্তী চেয়ারম্যান
ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ?
(ক) ONGC
(খ) HPCL
(গ) BPCL
(ঘ) BPL ।
৪। ভারত কোন নামে প্রাণীদের জন্য প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন চালু
করেছে ?
(ক) Covaccine
(খ) Anywax
(গ) Anokovax
(ঘ) Carnyvac cove ।
৫। কোন ব্যাঙ্ক একটি ডিজিটাল ব্রোকিং সমাধান 'ই-ব্রোকিং' চালু করেছে
?
(ক) SBI bank
(খ) Indian bank
(গ) ICIC bank
(ঘ) HDFC bank ।
৬। সম্প্রতি কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর অভ্যাস
শেষ করার জন্য একটি রোবট তৈরি করেছে ?
(ক) IIT Delhi
(খ) IIT Mumbai
(গ) IIT Madras
(ঘ) IIT Bangalore ।
৭।
সম্প্রতি কোন রাজ্যের ‘প্রিয়াঙ্কা মোহিতে’ প্রথম ভারতীয়
মহিলা যিনি 8000 মিটারের উপরে পাঁচটি শৃঙ্গ আরোহণ করেছেন ?
(ক) পাঞ্জাব
(খ) মহারাষ্ট্র
(গ) হরিয়ানা
(ঘ) দিল্লী ।
৮। সম্প্রতি কাকে MNREGA লোকপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
(ক) গিরিরাজ সিং
(খ) ছত্রকুমার সাহু
(গ) এন জে ওঝা
(ঘ) বিবেক শুক্লা ।
৯। সম্প্রতি 50 মিটার পিস্তল ইভেন্টে মনীশ নারওয়াল এবং সিংরাজ
আধানা কোন পদক জিতেছেন ?
(ক) সিলভার
(খ) সোনা
(গ) ব্রোঞ্জ
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি কোন কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভারকে পিছনে ফেলে ভারতের
বৃহত্তম FMCG কোম্পানিতে পরিণত হয়েছে ?
(ক) Britannia Industries
(খ) Nestle India
(গ) Adani Wilmar
(ঘ) Patanjali Ayurved ।
১১। সম্প্রতি আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজক হবে ভারত
।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here