Daily Bengali Current Affairs 11th June 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। অস্ট্রেলিয়ান প্রাইভেট স্পেস সেন্টার থেকে নাসা কত রকেট উৎক্ষেপণ
করবে ?
(ক) 5
(খ) 7
(গ) 3
(ঘ) 4 ।
২। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 44তম দাবা অলিম্পিয়াডের লোগো এবং
মাসকট উন্মোচন করেছেন ?
(ক) আসাম
(খ) উত্তরাখন্ড
(গ) তামিলনাড়ু
(ঘ) হরিয়ানা ।
৩। প্যারা বিশ্বকাপে শুটার অবনী লেখারা কোন পদক জিতেছিল ?
(ক) সিলভার
(খ) সোনা
(গ) ব্রোঞ্জ
(ঘ) কোনটিই নয় ।
৪। সম্প্রতি ‘লোকতন্ত্রের স্বর’ বইটি কে প্রকাশ করেছেন ?
(ক) রাজনাথ সিং
(খ) অমিত শাহ
(গ) ধর্মেন্দ্র প্রধান
(ঘ) রাম নাথ কোবিন্দ ।
৫। 10. সম্প্রতি “QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023”-এ
কে শীর্ষে আছেন ?
(ক) Stanford University
(খ) MIT
(গ) Cambridge University
(ঘ) Amity University ।
৬। সম্প্রতি 2021 সালে ‘FDI’ প্রাপকদের মধ্যে কে শীর্ষে আছে ?
(ক) চীন
(খ) হংকং
(গ) আমেরিকা
(ঘ) ভারত ।
৭।
কোন রাজ্য সম্প্রতি ‘ড্রোন নীতি’ অনুমোদনকারী প্রথম রাজ্য
হয়ে উঠেছে ?
(ক) পাঞ্জাব
(খ) হিমাচল প্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) দিল্লী ।
৮। সম্প্রতি জল ব্যবস্থাপনার জন্য গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট
গোলের অগ্রগামী হিসেবে স্বীকৃতি পাওয়া প্রথম ভারতীয় কে ?
(ক) অনুপ দত্ত
(খ) সতীশ পাই
(গ) রামকৃষ্ণ মুক্কাভিলি
(ঘ) রাঘব বাহল ।
৯। সম্প্রতি ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য বিশ্বের প্রথম ‘রিপেয়ার
করার অধিকার’ আইন কোথায় পাশ হয় ?
(ক) বার্লিন
(খ) রাশিয়া
(গ) নিউইয়র্ক
(ঘ) আমেরিকা ।
১০। ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি নতুন পেট্রোল এবং ডিজেল গাড়ি
বিক্রি নিষিদ্ধ করার জন্য কতদিন ভোট দিয়েছে ?
(ক) ২০৩০
(খ) ২০৪০
(গ) ২০৩৫
(ঘ) ২০৪৫
।
১১। Indo UK Cultural Platform এর রাষ্ট্রদূত হয়েছেন এ আর রহমান
।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here